• ঢাকা বুধবার
    ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১
ছোটপর্দা ও ওটিটিতে

সমাজে বিশৃঙ্খলার বিরুদ্ধে মেহজাবীনের লড়াই, প্রেক্ষাগৃহে আসছে ‘প্রিয় মালতী’

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০২:৩৯ পিএম

সমাজে বিশৃঙ্খলার বিরুদ্ধে মেহজাবীনের লড়াই, প্রেক্ষাগৃহে আসছে ‘প্রিয় মালতী’

বিনোদন ডেস্ক

ছোটপর্দা ও ওটিটিতে সু-অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী। এবার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। ২০ ডিসেম্বর এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

আদনান আল রাজীব প্রযোজিত ও শঙ্খ দাশগুপ্ত নির্মিত প্রথম সিনেমাটি এরই মধ্যেই পেয়েছে সেন্সর বোর্ডের সার্টিফিকেটও। সিনেমাটি দেখতে পারবে সব বয়সের মানুষ।

সিনেমাটিতে মেহজাবীনের নাম মালতী রানী দাশ। স্বামী পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। আর পাঁচটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিবাহবার্ষিকী উপলক্ষে নৌকাতে ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। তবে সেখানে ছন্দপতন হয় হঠাৎ একটি মার্কেটে আগুন লেগে।

১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় মালতীর সঙ্গে দেখা হবে থিয়েটারে।’

এর আগে তিনি জানিয়েছিলেন, যখন তিনি শোবিজ ইন্ডাস্ট্রিতে নতুন, তখন থেকে এখন পর্যন্ত প্রায় সবগুলো কাজই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। দর্শকদের ভালোবাসার জন্যই এত দূর আসতে পেরেছেন। তিনি বিশ্বাস করেন প্রেক্ষাগৃহের কাজটিও দর্শক পছন্দ করবেন।

শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্তও তেমন কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা-সংগ্রামগুলো শুধু তাঁর একার না, এগুলো দেশের মানুষের সমস্যা-সংগ্রাম। মালতী চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারীর। বিশৃঙ্খল এ শহরে তাঁর লড়াই করতে হয় শ্বশুরবাড়ি, সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে। এর পাশাপাশি আমি প্রশ্ন করতে চেয়েছি, একজন মানুষের অস্তিত্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? সিনেমায় প্রসঙ্গগুলো আছে।’

মেহজাবীন ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।

আর্কাইভ