• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দর্শকদের সামনে সত্য ঘটনা তুলে ধরবেন মম

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ১২:৪৬ পিএম

দর্শকদের সামনে সত্য ঘটনা তুলে ধরবেন মম

বিনোদন ডেস্ক

নতুন একটি নাটকের শুটিং শেষ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ নাটকের নাম ‘টু বি অর নট টু বি’। পরিচালনা করেছেন প্রীতি দত্ত।

২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। চার বছর আগের সেই ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চরিত্রে অভিনয় করেছেন মম।

তিনি বলেন, ‘কাজটি করতে গিয়ে সেই চার বছর আগের ঘটনাটা আবার চোখের সামনে এলো। এ ধরনের চরিত্রে কাজ করা বেশ কষ্টদায়ক। মানসিকভাবে বিপর্যস্ত থাকি। তারপরও অভিনয়শিল্পী হয়ে পর্দায় নানা চরিত্রে আসা লাগে।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণ খুবই নিকৃষ্টতম একটি ঘটনা। যা একজন নারীর জীবনে ঘটে। এ সভ্য সমাজে এটি আমরা কখনোই চাই না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন নারীর জীবনে কী ধরনের অ্যাফেক্ট পড়ে, সে চিন্তা থেকেই নাটকটি নির্মিত হয়েছে।’

নির্মাতা বলেন, ‘এ ধরনের কোনো মর্মান্তিক ঘটনা নিয়ে কাজ করতে গেলে আমাদেরও পুরো শুটিং সময়টা সে আবহের মধ্য দিয়েই যেতে হয়। কারণ গল্পটা যেমন পরিচালককে ধারণ করতে হয়, তেমনি অভিনয়শিল্পীদেরও। এর প্রভাব সবার মনোজগতে পড়ে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ। এটি চলতি মাসেই ইউটিউবে প্রকাশ হবে বলে জানান নির্মাতা।

আর্কাইভ