• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

দিলদারের ১৮তম মৃত্যু দিবস আজ

প্রকাশিত: জুলাই ১৩, ২০২১, ০৬:০৯ পিএম

দিলদারের ১৮তম মৃত্যু দিবস আজ

বিনোদন প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের অবিচ্ছেদ্য এক নাম দিলদার। কৌতুক অভিনেতা হয়েও তিনি হয়ে উঠেছিলেন চলচ্চিত্রের প্রবাদপুরুষ। অভিনয় দক্ষতায় নিজেকে ছাপিয়ে গিয়ে পেয়েছিলেন সুপারস্টারের তকমাও।

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় এই অভিনেতার ১৮তম মৃত্যু দিবস আজ। ২০০৩ সালের ১৩ জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৮ বছর বয়সে মারা যান তিনি। তার পুরো নাম দিলদার হোসেন। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন তিনি। এসএসসি পাস করার পরই ইতি ঘটেছিল তার পড়াশোনার।

দিলদার ১৯৭২ সালেকেন এমন হয়চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পা রাখেন। প্রথম চলচ্চিত্রেই নিজের অভিনয়ের জানান দেয়ায় আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর একে একে অভিনয় করেছেন- বেদের মেয়ে জোসনা, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, সুন্দর আলীর জীবন সংসার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, শান্ত কেন মাস্তানসহ অসংখ্য জনপ্রিয় সব চলচ্চিত্রে।

একপর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছিলেন দিলদার। কেবল তার নামেই হলে আসতে শুরু করেন দর্শক। তাকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল চলচ্চিত্রআব্দুল্লাহ যাতে নূতনের বিপরীতে নায়ক হিসেবে দেখা গিয়েছিল তাকে।

দিলদার ছিলেন সিনেমার দুঃখ ভোলানো মানুষ। সিনেমায় ভীষণ করুণ দৃশ্যের পরও তার উপস্থিতিতে দুঃখ ভুলে হেসে উঠতেন দর্শকেরা। তার অসাধারণ কৌতুক অভিনয় দেখে হাসেননি এমন লোক খুঁজে পাওয়া ভার।

নিজের অসাধারণ অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন দিলদার। যার স্বীকৃতি হিসেবে ২০০৩ সালেতুমি শুধু আমারচলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তুমুল জনপ্রিয় এই অভিনেতা। ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র ৫৮ বছর বয়সেই বাংলা চলচ্চিত্র হারিয়েছে তাকে। আমরা হারিয়েছি কিংবদন্তি এক কৌতুক অভিনেতাকে।

ডব্লিউএস/এম. জামান

আর্কাইভ