প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৫:৪৫ পিএম
বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে বিয়ের খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
জানা গেছে, কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। পেশায় ব্যবসায়ী কিবরিয়া আরেক চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম স্বামী ছিলেন। ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া পূর্ণিমা-কিবরিয়া দম্পতির বছর দুয়েক পরেই বিচ্ছেদের পথে হাঁটেন।
গণমাধ্যমে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া লিখেছেন, ‘হঠাৎ করেই পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে আমাদের। মা ও বোন অসুস্থ থাকার কারণে ঘরোয়া আয়োজনেই বিয়েটা হয়েছে। পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছে আছে।’
প্রসঙ্গত, মাত্র ১৪ বয়সে বড়পর্দায় অভিষেক হয় কেয়ার। আমিন খানের বিপরীতে ‘কঠিন বাস্তব’ নামের সে সিনেমার মধ্য দিয়ে রুপালী পর্দায় তার যাত্রা শুরু।
এরপর মান্না, রুবেল, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানের মতো নায়কদের বিপরীতে বহু সিনেমায় কাজ করতে দেখা গেছে তাকে। এছাড়া তার কিছু বিজ্ঞাপনচিত্রও দারুণ জনপ্রিয়তা পায়।