• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বরিশাল গিয়ে বিচ্ছেদের যন্ত্রণার কথা জানালেন পরীমণি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৭:২২ পিএম

বরিশাল গিয়ে বিচ্ছেদের যন্ত্রণার কথা জানালেন পরীমণি

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি এই পর্যন্ত এসেছেন নানা লড়াই অতিক্রম করে। তার পথটি একবারেই সহজ ছিল না। জীবনজুড়ে শুধুই না পাওয়ার গল্প। এমনটি তিনি প্রকাশ করেন তার সোশ্যাল মিডিয়াতেও। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) ভোরে তার প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার মারা গেছেন সড়ক দুর্ঘটনায়।

পরীমণি তার ফেসবুকে জানিয়েছেন তিনি তার নানার মৃত্যুবার্ষিকীর জন্য বরিশাল অবস্থান করছেন। পোস্ট করেছেন কয়েকটি ভিডিও। তাছাড়া তিনি দুঃখভরা একটি পোস্টও দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা!’

এটির সঙ্গে অনেকেই তার প্রথম স্বামীর দুর্ঘটনায় মৃত্যুর যোগ খুঁজে বের করার চেষ্টা করেছেন।

এ চিত্রনায়িকার বাল্য বিয়ে হয়েছিল। তার সাবেক স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪২) মারা গেছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির সঙ্গে তার বিয়ে হয়েছিল।

ইসমাইলের চাচা কবির হোসেন জমাদ্দার বলেন, ‘ইসমাইল পরিমণির প্রথম স্বামী ছিলেন। তবে তাদের তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।’ 

এদিকে, ২৩ নভেম্বর পরীর জন্য বেদনার। কারণ এদিন দিবাগত রাতে তিনি হারিয়েছেন তার নানা শামসুল হক গাজীকে। 

আর্কাইভ