
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৮:০০ পিএম
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত
অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার পরিবারকে স্বস্তিতে রাখতে লুকআউট সার্কুলার বাতিল করে সিবিআইকে সতর্ক করেছে ভারতের শীর্ষ আদালত সুপ্রীম কোর্ট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (২৫ অক্টোবর) বোম্বে হাইকোর্টের লুকআউট সার্কুলার বহাল থাকার সিদ্ধান্ত বাতিল করে ভারতের শীর্ষ আদালত সুপ্রীম কোর্ট।
জানা যায়, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে পরিবার তদন্ত চেয়ে পাটনায় এফআইআর দায়ের করার পর অভিনেতা রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের ওপর লুকআউট সার্কুলার বহাল রাখার সিদ্ধান্ত নেন বোম্বে হাইকোর্ট।
এরপর মামলাটি সিবিআই’র কাছে হস্তান্তর করা হয়। এ কারণে সিবিআইয়ে নজরদারিতে ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তার ভাই শৌক চক্রবর্তী, তার বাবা লেফটেন্যান্ট কর্নেল ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং তার মা সন্ধ্যা চক্রবর্তী।
২০২০ সালে ইস্যু করা সে লুকআউট সার্কুলারের সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রিয়াকে। ১৫ কোটি টাকার লেনদেন ও সুশান্তকে আত্মহত্যার দিকে প্ররোচিত করার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে।
কিন্তু সেসব উপেক্ষা করে সামাজিক পরিচিতি ও হাই প্রোফাইল হওয়ার কারণ দেখিয়ে রিয়া ও তার পরিবারের লুকআউট সার্কুলার বাতিল করার সিদ্ধান্তে পৌঁছেছে ভারতের সুপ্রীম কোর্ট।