• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঢাকা মাতাতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ১২:০৩ পিএম

ঢাকা মাতাতে আসছেন জনপ্রিয়  সংগীতশিল্পী আতিফ আসলাম

বিনোদন প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তার সুরে আর গানে আছে মাদকতা। তিনি আসছেন গানে গানে ঢাকা মাতাতে।  

আতিফ আসলাম ঢাকায় আসবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন। ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে আতিফ জানান,  আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন তিনি।  

গত মার্চের শেষের দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে আতিফ জানান, শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছেন তিনি। তবে সে সময় দিনক্ষণ জানাননি। 

আতিফ আসলাম বাংলাদেশে আসার তারিখ ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। পছন্দের তারকাকে কাছ থেকে দেখার আগ্রহ, উত্তেজনা প্রকাশ করেছেন তারা। 

২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে আসছেন  জনপ্রিয় এই তারকা। 

আর্কাইভ