• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সন্তানের প্রশ্নে বিব্রত নায়িকা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৭:৪১ পিএম

সন্তানের প্রশ্নে বিব্রত নায়িকা

বিনোদন ডেস্ক

একটি সিনেমার শুটিংয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ভারতীয় অভিনেত্রী কৌশানি মুখার্জি। সিনেমার শুটিংয়ের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

এক সাংবাদিক নায়িকাকে প্রশ্ন করেন, কতদিন পর মামা হব আমরা? প্রশ্ন শুনে চমকে যান কৌশানি মুখার্জি। কারণ তিনি এখনো বিয়েই করেননি। যদিও অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন রয়েছে।

সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘একি বলছেন, বিয়েই হলো না। আপনারা বলছেন সন্তান কবে হবে।’

এ সময় কলকাতার সাংবাদিকদের উদাহরণ টেনে কৌশানি বলেন, আমাদের কলকাতার সাংবাদিকরা জানতে চায়, কবে বিয়ে হবে, কবে দাওয়াত খাব? আমি বলি, জন্মদিনে দাওয়াত খাইয়ে দেব। আমার বিয়েই হলো না, সেখানে তোমরা আরও দূরে চলে গেছো।

অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে বহুদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। যে কারণে দুজনকে প্রায়ই বিয়ের প্রশ্নের মুখোমুখি হতে হয়। বরাবরই বলেছেন, খুব শিগগিরই বিয়ের পর্ব সেরে নেবেন তারা। তবে এবার কৌশানি বললেন, ‘এখনই বিয়ে নয়, আগে ক্যারিয়ার।’

আর্কাইভ