• ঢাকা মঙ্গলবার
    ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ভালোবাসা দিবসে বিয়ে করলেন স্পর্শিয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৮:৫০ পিএম

ভালোবাসা দিবসে বিয়ে করলেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক

ভালোবাসা দিবসে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী স্পর্শিয়া। বুধবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এদিন ইনানি বিচে বিয়ের আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার কক্সবাজার সৈকতে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়েছে।

স্পর্শিয়ার বর চট্টগ্রামের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। দেশের বাইরে পড়াশোনা শেষ করে এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।

স্পর্শিয়া বলেন, নাওঈদকে আমার মায়ের খুব পছন্দ হয়েছে। আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়া কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই রাজি হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে।

২০১১ সাল থেকে মিডিয়ায় পা ফেলেন অর্চিতা স্পর্শিয়া। শুরুতেই একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঁঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন এই নায়িকা।

আর্কাইভ