• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মানিকগঞ্জে ভক্তদের গান শোনালেন পরীমনি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৮:০৪ এএম

মানিকগঞ্জে ভক্তদের গান শোনালেন পরীমনি

বিনোদন প্রতিবেদক

মানিকগঞ্জ জেলা শহরের খন্দকার নুরুল হোসেন ‘ল’ কলেজ মাঠে একটি কসমেটিকস প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি দর্শকদের উদ্দেশে বলেন, দুই দিন পরেই বিশ্ব ভালোবাসা দিবস। প্রত্যেক ভালোবাসা দিবসে আমার নতুন নতুন কাজ থাকে। এই ভালোবাসা দিবসেও নতুন একটি চমক রয়েছে দর্শকদের জন্য। আর সেটা হলো ‘বুকিং’। আগামী ১৪ ফেব্রুয়ারিতে দর্শকদের বুকিং দেখার জন্য অনুরোধ করেন অভিনেত্রী পরীমনি।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের খন্দকার নুরুল হোসেন ‘ল’ কলেজ মাঠে একটি কসমেটিকস প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন পরীমনি।

পরীমনি বলেন, একটি প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধনের জন্য আমি মানিকগঞ্জে আসছি। অনেক আগে একটি ছবির শুটিংয়ের কাজে মানিকগঞ্জে এসেছিলাম। এ অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের দেখে আমি সত্যি মুগ্ধ এবং তারা আমাকে এত ভালোবাসেন। আর আমিও মানিকগঞ্জকে ভালোবাসি।

এ সময় উপস্থিত দর্শকরা পরীমনির কাছে একটি গান শোনার আবদার করলে পরীমনি বক্তব্য শেষে ‘আমি ডানা কাটা পরী, আমি ডানা কাটা পরী’ গানের দুটি লাইন নিজ কণ্ঠে দর্শকদের শোনান।

আর্কাইভ