• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নুসরাতকে সিটিস্ক্যানের পরামর্শ ডাক্তারদের

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৬:০৮ পিএম

নুসরাতকে সিটিস্ক্যানের পরামর্শ ডাক্তারদের

বিনোদন ডেস্ক

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার রাতে রাজধানীর নিজ বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এই নায়িকা। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে শুক্রবার দুপুরে তাকে বাসায় নেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, নায়িকার খাবারে অনীহা ও মাথা ব্যথা ছিল। গত পরশু থেকে শরীর বেশি দুর্বল হয়ে পড়ে। এরপর গতকাল রাতে হঠাৎ করে অচেতন হয়ে পড়েন তিনি। চিকিৎসকেরা ফারিয়াকে সিটিস্ক্যানের পরামর্শ দিয়েছেন।

নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী পারভিন বলেন, চিকিৎসকরা নুসরাতকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চান। সিটিস্ক্যান ছাড়াও আরও কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করতে হবে তার।

তিনি আরও বলেন, নুসরাত শারীরিকভাবেও প্রচণ্ড দুর্বল। খাওয়া-দাওয়ায় খুবই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতা বেড়েছে। সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। 

আর্কাইভ