• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কলিজাটা ফেটে যাচ্ছে: মাহি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৭:৪৪ পিএম

কলিজাটা ফেটে যাচ্ছে: মাহি

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি; কিন্তু নির্বাচনে জয়ের দেখা পাননি। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে সেই চৌধুরী সাহেবের কাছেই বড় ব্যবধানে হেরেছেন মাহি। ওই আসনের নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী বিজয়ী হয়েছেন। পরাজয়ের গ্লানি ভুলে বর্তমানে মাহি পরিবার ও নিজেকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সরব এই নায়িকা। নিজের বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতা, ঘটনার গল্পগুলো ভক্তদের সঙ্গে সেখানেই শেয়ার করেন তিনি। সোমবার রাতে নিজের একমাত্র পুত্রসন্তান ফারিশকে নিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাহি। ভক্তদের কাছে নিজের ছেলের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

ছেলের ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন- ‘ইদানিং আমার ফারিশ শুধু ব্যথা পাচ্ছে। সেদিন হাত পুড়িয়েছে, আজকে চোখে বাড়ি খেয়েছে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। প্লিজ আপনারা সবাই আমার সোলমেটের জন্য দোয়া করবেন।’

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গত ২৮ মার্চ মাহি ছেলেসন্তান জন্ম দেন। এরপর সুখেই সংসার করছেন তিনি।

আর্কাইভ