• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঢাকায় চার্লি পুথের কনসার্টের তারিখ জানা গেল

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ০৭:১৩ পিএম

ঢাকায় চার্লি পুথের কনসার্টের তারিখ জানা গেল

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ ঢাকা মাতাতে আসবেন খুব শিগগির। নতুন বছরে চার্লির কনসার্টের তারিখ জানিয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিলভার লাইন।

‘চার্লি পুথ লাইভ ইন ঢাকা’ ইভেন্টের ঘোষণায় সমগ্র দেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে। আয়োজকরা আনুষ্ঠানিকভাবে কনসার্টটির তারিখ নিশ্চিত করেছেন ১০ ফেব্রুয়ারি।

সিলভারলাইন ইভেন্টস তাদের অফিসিয়াল পেজে তারিখটি উন্মোচন করেছে। বাংলাদেশের আরও দুজন শিল্পী অংশ নেবেন এই অনুষ্ঠানে। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে দর্শক মাতাবেন চার্লি পুথ।

যদিও টিকিট সম্পর্কে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। ইভেন্টটি কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হবে। গেট খোলা হবে ১০ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় আর কনসার্ট শুরু হবে বিকেল ৫ টায়। অনুষ্ঠানটি রাত ১০ টার মধ্যে শেষ হবে বলে জানা গেছে।

সিলভারলাইন ইভেন্টের কর্পোরেট সেলস এক্সিকিউটিভ তামজিদ আলম সিটি নিউজ ঢাকাকে বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী অনেকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছি আপনাদের প্রিয় শিল্পী চার্লি পুথকে আমাদের দেশের মঞ্চে আনার জন্য। এরইমধ্যে আমরা অনেক সাড়া পেয়েছি। আশা করি সুন্দর একটি সন্ধ্যা আপনাদের উপহার দিতে পারব।’

মার্কিন গায়ক চার্লি পুথ একাধারে গায়ক, গীতিকার এবং প্রযোজক। ২০১৫ সালে "সি ইউ এগেইন" এর মাধ্যমে সবার নজর কাড়েন। গানটির গীতিকার, সহ-প্রযোজক তিনি নিজেই। 

 

জেকেএস/

আর্কাইভ