প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ১২:৪২ এএম
চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী, ফ্যাশন ডিজাইনার ফারজানা মুন্নিকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। মাস দেড়েক আগে একটি প্রেমের গুঞ্জন ও কল রেকর্ড ঘিরে তারা চলে আসেন খবরের শিরোনামে। এবার তা গড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পর্যন্ত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে অপু ও তাপস ডিবি কার্যলয়ে হাজির হন। তাদের নিয়ে বৈঠকে বসেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ।
এর আগে রোববার গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়ে একটি অভিযোগ দেন তাপস। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ডিবি কার্যালয়ে তলব করা হয় অপু বিশ্বাসকে।
আজ ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এই দুই তারকা। সেখানে তাপস দাবি করেন, অপু বিশ্বাসের নামে কোনো অভিযোগ দাখিল করেননি তিনি।
এই সংগীত পরিচালক বলেন, ‘কথা প্রসঙ্গে হারুন ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তিনিই সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর তার কথা অনুযায়ী আমি ব্যক্তি তাপস হিসেবে একটি অভিযোগ দেই। আমি স্পষ্ট করে বলতে চাই, অপু বিশ্বাসের নামে কোনো অভিযোগ করিনি। আমার অভিযোগ ছিল, ওই কল রেকর্ড কিভাবে ফাঁস হয়েছে, কেন ফাঁস হলো, অথবা পরবর্তীতে আমাদের কোনো ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস যাতে না হয়, সেই বিষয়ে।’
তাপস বলেন, ‘আমার ও অপু বিশ্বাসের মাঝে কিছু হয়নি। অপুর যার সঙ্গে সমস্যা তার বিষয়ে অপু কথা বলেছে আমার স্ত্রীর সঙ্গে। সেই আলাপনের অংশবিশেষ কেটে একটি টেলিভিশন চ্যানেল ছেড়ে দিয়েছে। এমনটা হলে তো ব্যক্তিগত কোনো আলাপ করা যাবে না। এ ধরনের ঘটনা যেন না হয় এ বিষয়েই আমরা কথা বলেছি। আমি গণমাধ্যমের বিরুদ্ধে যেতে চাই না। আমি কোনো আইনি নোটিশও পাঠাইনি।’
তাপসের কথায়, ‘আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করেছি। হারুন ভাই খুব সুন্দরভাবে আমাদের আইনের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। আমি অথবা অপু কেউই কোনো আইনি প্রতিযোগিতা করতে আসিনি। আমাদের কাজ হলো আপনাদের বিনোদন দেওয়া।’
জেকেএস/