• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছেলে পদ্মকে পতাকার সঙ্গে পরিচয় করালেন পরীমণি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০৪:৩৩ এএম

ছেলে পদ্মকে পতাকার সঙ্গে পরিচয় করালেন পরীমণি

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার ভিন্ন কারণে আলোচনায় এসেছেন অভিনেত্রী।

রোববার (১৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলে পদ্মর একটি ভিডিও প্রকাশ করেছেন পরী।

ক্যাপশনে লেখেন, ‘পতাকার সাথে আজ তার প্রথম পরিচয়।’ শেষে বাংলাদেশের পতাকা ও ভালোবাসার ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।

ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলে পদ্ম গাড়ির জানালা দিয়ে মাথা বের করে রয়েছে, তার এক হাতে জাতীয় পতাকা। আর সেই পতাকা হাওয়ায় উড়ছে।

নেপথ্যে বাজছে, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। এর পর বাজে, কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি, ওরে ও তরুণ ঈষাণ, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উক প্রাচীর প্রাচীর ভেদী।

মূলত বিজয় দিবস উপলক্ষে ভিডিওটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরীমণি। ভিডিওটিতে পৌনে তিন লাখ মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। এ ছাড়া পদ্মর জন্য ভালোবাসা ও দেশপ্রেমবিষয়ক মন্তব্য করেছেন নেটিজেনরা।

একজন লেখেন, ‘স্বপ্নের থেকে বড় হোক।’ আরেকজনের মন্তব্য, ‘এই শিশুটির প্রতি মন থেকে অনেকের দোয়া আছে। তাই সফল হবে ইনশাআল্লাহ ভালো কাজে।’ অন্য একজন লেখেন, ‘আল্লাহ যেন ভালো রাখে পদ্মমণি তোমাকে। একজন ভালো মানুষ হও জীবনে, এই দোয়া করি মহান আল্লাহর কাছ; আমিন।

 

জেকেএস/

আর্কাইভ