• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যশ-নুসরাতের সংসারে অশান্তি! নতুন ভিডিও নিয়ে জল্পনা

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ০১:০৮ এএম

যশ-নুসরাতের সংসারে অশান্তি! নতুন ভিডিও নিয়ে জল্পনা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

রিহার্সেল শেষ করে বের হচ্ছেন দুজনে। যশের চোখে-মুখে বিরক্তির ভাব স্পষ্ট। ওদিকে নুসরাতের থমথমে মুখও নেটিজেনদের দৃষ্টি এড়ায়নি।

সামাজিক মাধ্যমে সম্প্রতি টালিউডের জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের এমন একটি ভিডিও সামনে এসেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কিছুক্ষণ ধরে দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এই সময়ে নুসরাতের দিকে যশ একবারও  তাকাননি। এভাবে মুখ ফিরিয়ে রাখার বিষয়েও কটাক্ষ করেছেন নেটিজেনরা।

এর পরই একের পর এক প্রশ্নের সূত্রপাত, নেটিজেনরা বলেন- ‘তবে কি সংসারে অশান্তি। কী এমন হলো যে পাপারাজ্জি দেখে সবসময় অভিবাদন জানানো মানুষ একেবারে এড়িয়ে গেলেন সমস্তটা।’

তাদের আরও প্রশ্ন, ‘নুসরাতের ওপরে কি কোনোভাবে বিরক্ত যশ।’

এসব নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন পাশে এসে দাঁড়িয়েছেন যশরত ভক্তরা। বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়াটাই স্বাভাবিক। তাই এ নিয়ে অহেতুক চিন্তিত হওয়ারও কিছু নেই।’

তাদের আরও দাবি, ‘ঝগড়া নয়, বরং কোনো এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন দুজনে। ক্যামেরা দেখেই যে হাসতে হবে এমনটা তো কোথাও লেখা নেই।’

যশ ও নুসরাত সিনেমার শুটিং করতে গিয়ে কাছাকাছি আসেন। এর আগে নিখিল জৈনের পার্টনার ছিলেন নুসরাত। ২০২১ সালে সেই সম্পর্ক ছিন্ন করে যশের সঙ্গে থাকতে শুরু করেন তিনি। তাদের এক সন্তান রয়েছে। 

 

জেকেএস/

আর্কাইভ