• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘সিআইডি’র ফ্রেডি মারা গেছেন

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩, ০৬:২৮ পিএম

‘সিআইডি’র ফ্রেডি মারা গেছেন

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ চরিত্রটি খুব জনপ্রিয়। ফ্রেডির আসল নাম দীনেশ ফাডনিশ। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সব লড়াই ব্যর্থ করে তিনি মারা গেছেন।

জানা গেছে, মুম্বাইয়ের একটি হাসপাতালে ‘লিভার ফেলিওর’ হয়ে তার মৃত্যু হয়। দীনেশের বয়স হয়েছিল ৫৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে আগে জানা গিয়েছিল, হার্ট অ্যাটাক করে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছিল দীনেশকে। ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি।

সংবাদমাধ্যমকে সিআইডি টিম থেকে জানানো হয়, শুক্রবার রাতে তার শারীরিক পরিস্থিতি আরও গুরুতর ছিল।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’-তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন দীনেশ। তবে ‘সিআইডি’-ছাড়াও দীনেশকে আমির খানের ‘সরফারোশ’ এবং ‘সুপার ৩০’-এ হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ