• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হবু বরের সাথে পাইস হোটেলের নন্দিনী দিদির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০২:১৭ এএম

হবু বরের সাথে পাইস হোটেলের নন্দিনী দিদির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

কয়েকদিন আগেই বিয়ের সুখবর দিয়েছিলেন পাইস হোটেলের নন্দিনী দিদি। অফিসপাড়ায় ভাতের হোটেল চালানো মমতা গঙ্গোপাধ্যায় ওরফে নন্দিনী এখন ইন্টারনেট সেনসেশন। শুধু তাই নয়, শীঘ্রই বড়পর্দার নায়িকা হিসেবেও দেখা যাবে তাঁকে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে ‘স্মার্ট দিদি’র  জনপ্রিয়তা দেখার মতো।

সেই নন্দিনী দিদিই মাস খানেক আগে প্রেমিক রুদ্র দাসের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা জানিয়েছিলেন। চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছা আছে তাঁদের। সেই সঙ্গেই বলেছিলেন, ‘এখন বিয়ে না করলে আমার আর বিয়েটাই হবে না’। নন্দিনী জানান, অনেক বছর ধরে রুদ্রর সঙ্গে সম্পর্কে আছেন তিনি।

সম্প্রতি নিজের হবু স্বামীর সঙ্গেই একটি রোম্যান্টিক রিল ভিডিও শেয়ার করলেন ভাইরাল ‘স্মার্ট দিদি’। সেখানে দেখা যাচ্ছে, প্রেমিকের বুকে মাথা রেখে শুয়ে আছেন তিনি। রুদ্রর গাল এবং মুখে হাত দিয়ে আদরও করতে দেখা যায় তাঁকে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘হ্যাপি বার্থ ডে টু ইউ জি’। হ্যাশট্যাগ দিয়ে ‘Happy Birthday’ এবং ‘Love’ কথা দু’টিও জুড়ে দেন তিনি।

নন্দিনী দিদির পাইস হোটেলে মাঝেমধ্যে দেখা যায় তাঁর হবু স্বামীকে। ‘স্মার্ট দিদি’ জানিয়েছিলেন, রুদ্ররও হোটেলের ব্যবসা। তবে তাঁর মতো খাবারের হোটেল নয়, বরং সিমলায় থাকার হোটেল রয়েছে তাঁর প্রেমিকের। দীর্ঘ সময় ধরে সম্পর্কে থাকার পর চলতি বছর সাত পাকে ঘোরার পরিকল্পনা করেছেন দু’জনের।

প্রসঙ্গত, পাইস হোটেল চালানোর পাশাপাশি অভিনয় জগতেও নাম লিখিয়ে ফেলেছেন নন্দিনী দিদি। ছবির নাম ‘তিন সত্যি’। নীলাক্ষী নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। একই সিনেমায় একটু গুরুত্বপূর্ণ রোলে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। শ্যুটিংয়ের প্রথম দিনই উত্তম কুমারের নায়িকার সঙ্গে ছবি শেয়ার করেছিলেন ‘স্মার্ট দিদি’।

সিনেমার কাজের পাশাপাশি শীঘ্রই নিজের নতুন দোকানও খুলতে চলেছে নন্দিনী। ডালহৌসির পর এবার নিউ টাউন এলাকায় দোকান খুলতে চলেছেন তিনি। বছর শেষের আগেই সেই দোকান খুলে যাবে বলে জানা গিয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ