• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কোন দল থেকে মনোনয়নপত্র কিনলেন এসডি রুবেল?

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৪:৪৯ পিএম

কোন দল থেকে মনোনয়নপত্র কিনলেন এসডি রুবেল?

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

রাজনীতির মাঠে তারকাদের উপচেপড়া ভিড় চোখে পড়ার মতো। একে একে জনপ্রিয় সব তারকারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাম লেখাচ্ছেন। এবার মনোনয়নপত্র কিনলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল। জানা গেছে, তিনি সোমবার (২০ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ও গতকাল মঙ্গলবার জমা দিয়েছেন।

এসডি রুবেল ঢাকা-৮ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নিজের এলাকায় লড়তে চান বলেই  ঢাকা-৮ আসন বেছেছেন তিনি।

২০১৮ সালে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এই গায়ক।

‘লাল বেনারশী’ গানের মাধ্যমে রুবেল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।  নব্বই দশকে গানের জগতে পা দেন এস ডি রুবেল।

এসডি রুবেল গান গাওয়ার পাশাপাশি একজন গীতিকার, সুরকার, অভিনেতা ও পরিচালক হিসেবে কাজ করছেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ