• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষিত হয়ে অশিক্ষিতের জামাই নিয়ে টানাটানি কেন: রাজ রিপা

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৫:৩৭ পিএম

শিক্ষিত হয়ে অশিক্ষিতের জামাই নিয়ে টানাটানি কেন: রাজ রিপা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

এসময়ের আলোচিত নায়িকা রাজ রিপা। সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)- কে কেন্দ্র করে মিডিয়ায় বেশ কয়েকদিন ধরেই আলোচনায় ছিলেন ঢালিউড এই নায়িকা।

তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যেটাতে মন্তব্যের ঘরে পড়েছে প্রায় ৫ শত কমেন্ট।

পোস্টে রাজ রিপা লিখেছেন, ‘তিনি এত বড় শিক্ষিত নায়িকা যে তার কাছে ঢালিউড কুইনও মূর্খ।’

তিনি আরও বলেন, ‘জেনে বুঝে আপনি শিক্ষিত হয়ে অশিক্ষিতের জামাই নিয়ে কেন টানাটানি করছেন?

এটা দেখে একজন অনুসারী লিখেছেন, ‘বুঝে গেছি সেই সুশিক্ষিত মানুষটি কে, উনি নামেই শিক্ষিত।’

আর একজন লিখেছেন, ‘নায়ক নির্ভর নায়িকাকে ঢালিউড কুইন বলাটা বড় হাস্যকর বিষয়। মনে রাখবেন- ঢালিউড কুইন হওয়া এতো সোজা না আর ঢালিউড কুইন গাছেও ধরে না।’

তবে রাজ রিপা এই পোস্ট কাকে ঘিরে লিখেছেন তা সেখানে উল্লেখ করা হয়নি।

রাজ রিপা এর আগেও সংবাদের শিরোনাম হয়েছেন। গতবছর (২০২২ সালে) সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাসে নিজেকে নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করে আলোচনায় আসেন এই নায়িকা। তখন তিনি বলেছিলেন, তাকে মেরে ফেলা হতে পারে। শুধু তাই নয়; সড়ক দুর্ঘটনায় হত্যা কিংবা মেরে আত্মহত্যা হিসেবেও চালিয়ে দিতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, বর্তমান প্রজন্মের নায়িকা রাজ রিপা। জাতীয় ব্যাডমিন্টন দলের সদস্য ছিলেন। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। তবে ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই নবাগতা। ২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রিপা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ