• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শাহরুখকে হত্যার হুমকি, নিরাপত্তা জোরদার

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ১১:২৩ পিএম

শাহরুখকে হত্যার হুমকি, নিরাপত্তা জোরদার

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে হত্যার হুমকির পর থেকে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংবাদ সংস্থা এএনআই অনুসারে, হত্যার হুমকি পাওয়ায় অভিনেতাকে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমন খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা হিসেবে শাহরুখের দেহরক্ষী হিসেবে থাকবেন ছয় পুলিশ কমান্ডোসহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী। শাহরুখের এই নিরাপত্তার খরচ অবশ্য অভিনেতাকেই বহন করতে হবে। সেই সঙ্গে আনুষঙ্গিক খরচ অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা, গাড়ি বাবদ খরচ ইত্যাদিও শাহরুখকে দিতে হবে। সেই অর্থ জমা পড়বে সরকারি কোষাগারে।

মহারাষ্ট্র পুলিশ এএনআইকে বলেছে, শাহরুখ খানের পক্ষ থেকে মহারাষ্ট্র সরকারের কাছে একটি চিঠি দেওয়া হয়। সেখানে জানানো হয় যে, চলতি বছরে পর পর দুটি হাজার কোটির সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর হত্যার হুমকি পাচ্ছেন অভিনেতা। সে জন্যই বাড়িয়ে দেওয়া হয়েছে অভিনেতার নিরাপত্তা। গত ৫ অক্টোবর থেকে দেওয়া হয়েছে বাড়তি এই নিরাপত্তা।

চলতি বছরের ডিসেম্বরে আসছে শাহরুখের ‘ডাংকি’। রাজকুমার হিরানির এই সিনেমা মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর। এই সিনেমাটিও হাজার কোটি আয় করবে বলে ধারণা করা হচ্ছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ