• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ইসরাইলে আটকে পড়া নুসরাত অবশেষে ভারতে ফিরেছেন

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০১:৪৬ এএম

ইসরাইলে আটকে পড়া নুসরাত অবশেষে ভারতে ফিরেছেন

বিনোদন ডেস্ক

অবশেষে বলিউড অভিনেত্রী নুসরাত ইসরাইল থেকে নিজের দেশ ভারতে ফিরলেন। তিনি হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরাইল গিয়েছিলেন।

দেশটিতে হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামলার পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন তিনি।

রোববার বিকাল ৩টার দিকে মুম্বাই বিমানবন্দর থেকে বের হন এই অভিনেত্রী। ওই মুহূর্তের একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নাল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। আর দূতাবাসের সহায়তায় তাকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।

অভিনেত্রীর টিম জানিয়েছিল, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেষবার তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। তখন একটি বেসমেন্টে নিরাপদ অবস্থানে ছিলেন তিনি। তারপর থেকে আর সংযোগ পাওয়া যাচ্ছিল না।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ