• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শেষ হচ্ছে কঙ্গনার অপেক্ষার পালা

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩, ১১:১৬ পিএম

শেষ হচ্ছে কঙ্গনার অপেক্ষার পালা

বিনোদন ডেস্ক

নির্ধারিত তারিখের প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত সিনেমা ‘তেজাস’। ২০২০ সালে সার্ভেশ মেওয়ারা পরিচালিত এ সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে বারবার পেছাতে থাকে এর চূড়ান্ত তারিখ।

অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে কঙ্গনার। ২ অক্টোবর প্রকাশ হয়েছে ‘তেজাস’র টিজার। এটি মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। তার সঙ্গে এতে আর অভিনয় করেছেন অংশুল চৌহান, বরুন মিত্র, বীনা নায়ার, অনুজ খুরানা, রোহিদ খান প্রমুখ।

করোনা মহামারি শুরুর এক বছরের মাথায় মুক্তি পেয়েছিল কঙ্গনা অভিনীত সিনেমা ‘থালাইভি’। এ.এল. বিজয় পরিচালিত ওই সিনেমা দারুণ ব্যবসা করেছিল। শুধু তাই নয়, সিনেমাটি মুক্তির পর বলিউডজুড়ে চলতে থাকে কঙ্গনার জয়গান। সে কারণে এ অভিনেত্রীর প্রতি দর্শকদের প্রত্যাশার মাত্রাটা একটু বেশিই। এ সিনেমায় ইউনিফর্মে দৃঢ় থাকা এক সাহসী নারীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ