• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ছবি তোলার আবদার করতেই ভক্তকে চড় অভিনেত্রীর (ভিডিও)

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৫:৪৭ পিএম

ছবি তোলার আবদার করতেই ভক্তকে চড় অভিনেত্রীর (ভিডিও)

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় ও সফল অভিনেত্রী রেখা। এখনও যেকোনো অবতারে আকর্ষণ করতে ব্যর্থ হন না তিনি। তার রূপে এখনও মুগ্ধ ভক্তরা। এক ঝলক দেখার জন্য তাকে ঘিরে ধরেন তারা। এছাড়া যেকোনো অনুষ্ঠানে তার সঙ্গে ছবি তুলতে মুখিয়ে থাকেন ভক্তরা।

সম্প্রতি ফিউশন পোশাকে গ্লোবাল স্পা অ্যাওয়ার্ডে অংশ নেন অভিনেত্রী। অনুষ্ঠানে ফটোসাংবাদিকদের ছবি তোলার পর তার (রেখা) সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন এক অনুরাগী। বায়না শুনে সেখানেই তাকে চড় মেরে বসেন রেখা!

এরই মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ভিডিও। যদিও রাগের বশে অনুরাগীকে চড় মারেননি রেখা। ভিডিও থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, মজার ছলেই ওই কাজ করেছিলেন ‘সিলসিলা’ খ্যাত এ অভিনেত্রী।

ভিডিওতে অনেকে কমেন্টে বলেছেন, ‘গালে রেখার হাত পড়েছে, উনি সাত দিন আর গোসলই করবেন না!’

আরেকজন মন্তব্য করেছেন, ‘তিনি ভাগ্যবান। সে তার (রেখা) স্পর্শ পেয়েছে।’

একজন ভক্ত রেখাকে বলেছেন ‘চিরকালের কিংবদন্তি’।

অনুষ্ঠানে সিলভার সিল্কের কুর্তা-চুড়িদারের ওপর শাড়ির মতো মোড়ানো সাদা দোপাট্টায় ছিলেন রেখা। এর সঙ্গে ছিল মানানসই সাদা এবং সোনালি হিল, ঐতিহ্যবাহী গহনা, আর মেকআপ।

রেখাকে চলতি বছরের শুরুর দিকে একটি টিভি শোতে সবশেষ দেখা গিয়েছিল।  এছাড়া জুলাই/আগস্ট ২০২৩ ভোগ আরবের প্রচ্ছদে দেখা গেছে রেখাকে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ