• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মুখে ব্যান্ডেজ ছোট্ট ‘জওয়ান’কে দেখে যা বললেন শাহরুখ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৮:০৪ পিএম

মুখে ব্যান্ডেজ ছোট্ট ‘জওয়ান’কে দেখে যা বললেন শাহরুখ

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

শাহরুখ ঝড়ে কাঁপছে গোটা বিশ্ব। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী বলিউড বাদশাহর নতুন সিনেমা ‘জওয়ান’ মুক্তির পর একের পর এক রেকর্ড গড়েই চলেছে। প্রেক্ষাগৃহে শাহরুখ ভক্তদের ব্যাপক উন্মাদনা চোখে পড়ছে।

পছন্দের তারকার সাজে নানা লুকে সিনেমা হলে ‘জওয়ান’ দেখতে হাজির হয়েছেন কিং খানের ভক্ত-অনুরাগীরা। এর মধ্যে সবচেয়ে বেশি নজরে পড়েছে ব্যান্ডেজে ঢাকা মুখে শাহরুখ লুক। যেই স্রোতে গাঁ ভাসিয়েছেন ছোট্ট শাহরুখ ভক্তও।

বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কিং খানের খুদে এক ভক্তের ‘জওয়ান’ লুক। যেখানে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে ছোট্ট ওই শিশুকে। ছবিগুলো শেয়ার করে এক ব্যক্তি লিখেছেন, ‘কাশীপুরের এই ছোট্ট শিশুটিকে দেখুন, এখানকার রয়্যাল সিনেমাতে হাজির হয়েছিল এই সাজে। কাশীপুরের সমস্ত শিশুরাই জওয়ানের সঙ্গে দেখা করতে চায়। শাহরুখ খান প্লিজ এখানে একবার আসুন।’

টুইটারে ভাইরাল সেই পোস্টটি চোখে পড়ে শাহরুখের। তিনি টুইটটি শেয়ার করে লেখেন, ‘অনেক ধন্যবাদ আমার ছোট্ট জওয়ান। ওকে একদমই একরকম লাগছে দেখতে। আমার অনেক ভালোবাসা রইল কাশীপুরের জন্য।’

তবে কেবল এই শিশুই নয়, আরও অনেক খুদে ভক্তই জওয়ান ক্রেজে আক্রান্ত। কিং খানের টুইটার হ্যান্ডেলে চোখ রাখলেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ‘জওয়ান’ সিনেমার রামাইয়া গানে নাচতে দেখা গেছে আরও এক শিশুকে। সেই টু্‌ইটও শেয়ার করেছেন শাহরুখ। লিখেছেন, ‘উফ! নাচের কী স্টাইল, কী অভিব্যক্তি। জওয়ানের সব গুণ আছে! হাহা। অনেক ধন্যবাদ।’

প্রসঙ্গত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি আছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। অন্যান্য চরিত্রে সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা, প্রমুখ আছেন। অ্যাটলির এই ছবিতে বিশেষ চরিত্রে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ