• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‍‍`ব্লাউজ খুলে শুধু অন্তর্বাস পরতে হবে‍‍`, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৩:০৮ এএম

‍‍`ব্লাউজ খুলে শুধু অন্তর্বাস পরতে হবে‍‍`, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী, যার ক্যারিশ্মা আজও মুগ্ধ করে নেটিজেনদের। তিনি আর কেউ নন, তিনি হলেন মাধুরী দীক্ষিত৷ ধক ধক গার্লের রূপের সৌন্দর্যে বুদ আট থেকে অষ্টাদশী৷

আশির দশকের শেষে বলিউডে আত্মপ্রকাশ করেন মাধুরী৷ কিন্তু জানেন কি, কেরিয়ারের শুরুর দিকে বলিউডের শা হেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা করতে প্রায় অস্বীকার করেছিলেন৷

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে, অভিনেতা-পরিচালক টিনু আনন্দ প্রকাশ করেছেন, মাধুরী দীক্ষিত বচসায় জড়িয়ে পড়েছিলেন৷ তবুও নিজের আদর্শ থেকে নড়তে নারাজ ছিলেন অভিনেতা৷

প্রবীণ অভিনেতা-পরিচালক টিনু আনন্দ মেজর সাব, শাহেনশাহ-র মতো একাধিক ছবিতে পরিচালনা করে ইতিমধ্যেই বলিউডে অবদান রেখেছেন৷ তিনি সাম্প্রতিক সাক্ষাৎকারে মাধুরির গোপন তথ্য ফাঁস করলেন৷

১৯৮৯ সালে অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিতকে নিয়ে শানাখত নামের একটি ছবির শুটিং চলাকালীনই প্রথম দিনেই পরিচালকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন৷ কারণ পরিচালক ব্লাউজ খুলে শুধু ব্রা পরে শট দিতে বলেছিলেন৷ কিন্তু মাধুরী কোনওভাবেই এই শ্যুটে রাজি হননি৷

টিনু আনন্দ আরও জানান,পুরো দৃশ্যের শ্যুটিং বোঝানোর পরও কোনওভাবেই এই শ্যুট করতে রাজি হননি মাধুরী৷ প্রায় এক ঘন্টা তিনি ড্রেসিং রুম থেকে বের হননি৷ কারণ জানতে চাইলে অভিনেত্রী জানান, তিনি এই দৃশ্যটি করতে চান না৷ তারপর প্যাক আপ করে চলচ্চিত্র থেকে বিদায় নেন৷

অমিতাভ বচ্চন পুরো ঘটনার কথা জানতে পেরে পরিচালক ও নায়িকার মধ্যে ঝামেলা মেটাতে চেয়েছিলেন৷ মাধুরীর ইচ্ছা না থাকলে তাকে যেন জোর না করা হয় তাও জানিয়েছিলেন অমিতাভ৷ কিন্তু কোনও কথাই শুনতে রাজি ছিলেন না পরিচালক৷ তারপরই আচমকাই ছবির শ্যুটিং বন্ধ হয়ে যায়। মাধুরীর সঙ্গে আরও কোনওদিনই কাজ করেননি টিনু আনন্দ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ