• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রতারণার শিকার শ্রীলেখা মিত্র!

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০১:১৩ এএম

প্রতারণার শিকার শ্রীলেখা মিত্র!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রতারণার শিকার হয়ে লাখ টাকা খোয়ালেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বুধবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

স্ট্যাটাসে শ্রীলেখা লিখেছেন, ‘জন্মদিনের দিন মনটা খারাপ ছিল। কারণ, আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার স্ক্যাম হলো। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সাবধান, না জেনে কোনো অ্যাপ ডাউনলোড করবেন বা কোনো লিংকে ক্লিক করবেন না।’

শ্রীলেখা আরও লেখেন, ‘নিজেকে চালাক নয়, ইনটেলিজেন্ট ভাবতাম। এই ঘটনার পর তা-ও ভাবব না। বিস্তারিত জানতে চেয়ো না, আর নিজের বোকামির নিদর্শন দিতে চাই না।’

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘আমার মতো যাতে আর কাউকে এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা হারিয়েছি তা বলতে চাই না। তবে লাখ টাকার বেশি জালিয়াতি করেছে। থানায় জানিয়েছি, সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি।’

অভিনেত্রীর অভিযোগ পেয়ে সরব হয়েছে কলকাতা পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে তারা। তবে টাকা ফেরত পাওয়া যাবে কি না, সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি শ্রীলেখা।

এদিকে নিজের পরিচালনায় নতুন সিনেমার শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন শ্রীলেখা। প্রযোজক খুঁজছেন, পেলেই শুরু হবে কাজ। অন্যদিকে ‘পারিয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন শ্রীলেখা। সিনেমাটি পরিচালনা করেছেন তথাগত মুখোপাধ্যায়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ