• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই ফারিণের ‘অসময়’

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৭:১১ পিএম

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই ফারিণের ‘অসময়’

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

অর্ধ মাস অস্ট্রেলিয়াতে শুটিং শেষে গতকাল রোববার দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এসেই যোগ দিলেন কাজল আরেফিন অমির একটি ওয়েব ফিল্মে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

জানা গেছে, ওয়েব ফিল্মটির নাম ‘অসময়’। প্রথমবারের মতো সিনেমা বানাতে যাচ্ছেন নির্মাতা অমি। তিনি বলেন, “২০১৯ সালে তাসনিয়া ফারিণ আমার ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে মাত্র চারটি দৃশ্যে অভিনয় করেন। তারপর ‘ব্যাচেলর ট্রিপ’, ‘আপন’সহ আরও কিছু কাজ হয়েছে আমাদের। এখন ২০২৩। আমার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’-এর অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ।”

ফারিণ সম্পর্কে এ নির্মাতা আরও বলেন, “আমি তার (ফারিণ) বেড়ে ওঠা দেখে সত্যিই মুগ্ধ হই। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাচ্ছেন আমাদের ফারিণ। তার জন্য অনেক শুভকামনা। আমার বিশ্বাস, ‘অসময়’তে দেখতে পাবেন ফারিণ কতটা পরিণত এবং ধারালো অভিনেত্রী হয়েছেন।”

অমির ওয়েব ফিল্ম নিয়ে ফারিণ বলেন, “এই সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। তার সঙ্গে ‘অসময়’ নিয়ে কথা হয়েছে। বাকিটা এখনই বলতে চাইছি না।”

গত মাসের ১১ তারিখ দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদকে বিয়ে করেন ফারিণ। এরপর হানিমুনে উড়াল দেন মালদ্বীপে। সেখান থেকে দেশে ফিরে শুটিংয়ের কাজে চলে যান অস্ট্রেলিয়ায়। শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’র শুটিং সেরে দেশে ফিরেছেন অতি সম্প্রতি। এতে ফারিণের বিপরীতে অভিনয় করেছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ