• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চঞ্চলের বিপরীতে স্বস্তিকা, থাকছে চমক!

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৩:২৭ এএম

চঞ্চলের বিপরীতে স্বস্তিকা, থাকছে চমক!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

টালিউডে দাপিয়ে বেড়াচ্ছেন দেশের দুই অভিনেত্রী জয়া আহসান ও নুসরাত ফারিয়া। সেখানকার ওটিটিতে নিয়মিত কাজ করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার নতুন এক সিনেমায় এ অভিনেতার বিপরীতে দেখা যাবে কলকাতার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কাজ বাছাইয়ে বরাবরই সচেতন স্বস্তিকা এবার পর্দায় হাজির হচ্ছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। এর মধ্যে সিনেমাটি করার জন্য চুক্তি স্বাক্ষরও সেরেছেন। চলতি বছরের নভেম্বরেই শুরু হবে সিনেমাটির শুটিং।

বাংলাদেশের সিনেমাটি নিয়ে ধোঁয়াশা রেখে স্বস্তিকা জানিয়েছেন, লোভনীয় একটি চিত্রনাট্যই নাকি পেয়েছেন তিনি। গল্প শোনার পর ‘না’ বলতে পারেননি। তাই রাজিও হয়েছেন।

সিনেমাটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। নিশ্চিত হওয়া যায়নি এর নাম কিংবা নির্মাতার বিষয়ে।

প্রযোজক নাকি ইতোমধ্যে অগ্রিম দিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কিন্তু চঞ্চলের শিডিউল পেতে অপেক্ষা করতে হচ্ছে পরিচালককে। সেটা পেলেই শুটিংয়ে গড়াবে এই সিনেমা।

এই মুহূর্তে কলকাতায় রয়েছেন স্বস্তিকা। শরীরে নানান সমস্যা দেখা দিচ্ছে। তাই আগামী সপ্তাহেই নাকি অস্ত্রোপচার হবে। তাই এখন এক মাসের বিরতি অভিনেত্রীর। তবে এক মাস বিশ্রাম নেওয়ার পর আবারও কাজে ফিরবেন স্বস্তিকা।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘পদাতিক’। এতে প্রখ্যাত ভারতীয় নির্মাতা মৃণাল সেনের চরিত্রে ধরা দেবেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

 

আর্কাইভ