• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অসুস্থ স্বস্তিকা, আগামী সপ্তাহেই অস্ত্রোপচার

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০৭:৫৭ পিএম

অসুস্থ স্বস্তিকা, আগামী সপ্তাহেই অস্ত্রোপচার

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আর কয়েকদিন পরেই আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এ দিকে উৎসবের এমন আবহে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই নায়িকা। শুধু তাই নয়, শিগগিরই অস্ত্রোপচার করাতে হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে অসুস্থতার কথা জানিয়ে একটি ছবি শেয়ার করে পোস্ট দেন স্বস্তিকা।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, রক্ত পরীক্ষার জন্য রক্ত নিতে আসা একজন মানুষের সঙ্গে কেমন রক্তের সম্পর্ক হয়ে যায় আমাদের। কতো স্নেহ, মায়া, ভালোবাসা মিশে থাকে সেখানে। আগামী সপ্তাহে একটা অপারেশন হবে আমার। তাই আজকে রক্ত নেওয়ার জন্য এসেছিলেন বাড়িতে।

তবে ওই পোস্টে তার অসুস্থতা কিংবা কিসের অপারেশন করাতে হবে সে বিষয়ে কিছু উল্লেখ করেননি স্বস্তিকা। এ দিকে ঘনিষ্ঠ মহলের এক সূত্র জানায়, স্ত্রীরোগ জনিত সমস্যার কারণে অস্ত্রোপচার করাতে হবে স্বস্তিকাকে।

প্রিয় তারকার অসুস্থতার কথা জানার পর তার দ্রুত আরোগ্য কামনা করেছেন স্বস্তিকার অনুরাগীরা। তবে এই বিষয়ে ভারতীয় গণমাধ্যম থেকে স্বস্তিকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু মেসেজ এবং ফোনের কোনো উত্তরই দেননি নায়িকা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ