• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অভিনেত্রী শোলাঙ্কির ভিডিও ভাইরাল

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ০৭:২৭ পিএম

অভিনেত্রী শোলাঙ্কির ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

কয়েক মাস আগে মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়ের ‘শহরের উষ্ণতম দিনে’ সিনেমা। এ সিনেমায় জুটি বেঁধেছিলেন শোলাঙ্কি ও বিক্রম চ্যাটার্জি। তবে এবার সব ব্যবস্তা সরিয়ে ছুটি কাটাতে ব্যস্ত এ নায়িকা।

ছুটি কাটতে ছুটে গিয়েছেন সৈকতে। আর সেখানের একটি ভিডিও সস্প্রতি ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) একটি বিশেষ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন  অভিনেত্রী।

শোলাঙ্কির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর সঙ্গে তার প্রিয় পোষ্য ‘পুটু’। আর দিগন্ত বিস্তৃত সমুদ্রে সূর্য অস্ত যাচ্ছে। এ ছাড়া ঢেউগুলো আছড়ে পড়ছে সৈকতের পাড়ে। তার মধ্যেই ছুটে বেড়াচ্ছেন শোলাঙ্কি ও তার পোষ্য।

ক্যাপশনে তিনি লেখেন, ‘গত কয়েকটা মাস খুবই ব্যস্ত সময় কেটেছে। অবশেষে আমরা সমুদ্রের পাশে বসে একটু সুন্দর সময় কাটানোর সুযোগ পেলাম। আর ইনি (পোষ্য ‘পুটু’) তো প্রথমবার সমুদ্র দর্শন করে খুবই খুশি।’

শোলাঙ্কির সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

শোলাঙ্কি রায় ‘কথা দিলাম’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে টেলিভিশনের পর্দায় পা রাখেন। এ ছাড়া তিনি টিভি সিরিয়াল ‘ইচ্ছেনদী’, ‘গাঁটছড়া’-তে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান।

এর বাইরে শোলাঙ্কি যে সব ধারাবাহিকে কাজ করেছেন তার মধ্যে রয়েছে: সাত ভাই চম্পা, জামাই রাজা, ফাগুন বউ, প্রথমা কাদম্বিনী প্রভৃতি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ