• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হানিমুনে গিয়ে রাখির নগ্ন ভিডিও শ্যুট, কত লাখে বিক্রি করেছিলেন আদিল

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ০৬:৩০ পিএম

হানিমুনে গিয়ে রাখির নগ্ন ভিডিও শ্যুট, কত লাখে বিক্রি করেছিলেন আদিল

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

দিন কয়েক ধরে আবারও খবরের শিরোনাম দখল করে রয়েছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত ও তাঁর প্রাক্তন আদিল দুররানি। আদিল দিন দুয়েক আগে নিজেই প্রকাশ্যে সবাইকে জানিয়েছিলেন রাখির সব কীর্তি তিনি ফাঁস করে দেবেন। আসলে রাখির জীবন, প্রেম, বিয়ে, অন্তঃসত্ত্বা হওয়া সবটাই ঘটেছে ঝড়ের বেগে। আবার তা ভেঙেওছে দ্রুতবেগে। প্রথম প্রথম আদিলের সঙ্গে রাখির মাখো মাখো প্রেম মুগ্ধ করেছিল দর্শকদের। কিন্তু তারপরেই ডাকাতি, মারধর, গহনা বিক্রি ইত্যাদি একাধিক অভিযোগ এনে আদিল কে জেলে পাঠান রাখি। কিন্তু জেল থেকে ছাড়া পেতেই রাখিকে শায়েস্তা করতে আবার উঠে পড়ে লেগেছেন আদিল। আর তাঁর নাম যে রাখি, সহজেই কাউকে ছেড়ে দেওয়ার পাত্রী নন তিনি।

প্রেস কনফারেন্সে রাখির বিরুদ্ধে উল্টে যৌন হয়রানি, মারধর অভিযোগ তোলেন আদিল। আর রাখিও আদিলের বিরুদ্ধে তাঁর অভিযোগের বিষয়ে অটল। সুতরাং রাখি সাওয়ান্ত এবং আদিল খান দুররানির মধ্যে একে অপরকে ভুল প্রমাণ করার খেলা চলছে। আদিল মহীশূর জেল থেকে বেরিয়ে আসার পরেই প্রাক্তন সঙ্গী রাখি সাওয়ান্তের করা অনেক অভিযোগ বাতিল করে প্রেস কনফারেন্স করেছেন। মঙ্গলবার, আদিল রাখির বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা দায়ের, চাঁদাবাজির অভিযোগ আনলে জবাবে, রাখি সাওয়ান্ত আদিলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলে বলেন, “আমি বাথরুমে রয়েছি, সেই অবস্থায় শুটিং করেছে আদিল, এরকম বহু ভিডিও রয়েছে। আমি নগ্ন ছিলাম, সেই অবস্থায় শুট করেছে আদিল। স্ত্রী বলে শান্ত ছিলাম। বাড়িতে আমাকে ধর্ষণ করেছে।”

তবে সেই সময় আদিলের বিরুদ্ধে একটি ইরানি মেয়ে ধর্ষণের অভিযোগ এনেছিল। আদিলকে বিয়ে করে ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন রাখি। কিন্তু বিয়ের কয়েকদিন পরেই গার্হস্থ্য হিংসার কবলে পড়েন রাখি। তার মধ্যেই মারা যান রাখির মা। এদিকে আদিলের অভিযোগ, ইরানি ছাত্রীকে রাখি টাকা দিয়ে ধর্ষণের নকল অভিযোগ দায়ের করিয়েছিলেন রাখি। মায়ের ক্যানসারের অজুহাতে রাখি বাজার থেকে টাকা তুলতেন। কিন্তু রাখি জানান, আদিলের সন্তানের মা হতে চেয়েছিলেন তিনি। কিন্তু আদিল তাঁর পেটে লাথি মেরে সেই সন্তান নষ্ট করে দেন। যদিও রাখির জরায়ু নেই, তা অস্ত্রোপচার করতেও চেয়েছিলেন রাখি।

রাখির আরও অভিযোগ, তাঁর নগ্ন ভিডিও প্রাপ্তবয়স্কদের সাইটে বিক্রি করতেন আদিল। একবার মধুচন্দ্রিমায় গিয়ে তাঁর একটি ভিডিও ৪৭ থেকে ৫০ লাখ টাকায় বিক্রি করেছেন আদিল। তিনি যখন বাথটাবে স্নান করছিলেন, সে সময়ে ভিডিও তোলা হয়েছে তাঁর। রাখি সাওয়ান্তকে প্রতারণা, বিবাহ বহির্ভূত সম্পর্ক- আরও অনেক কিছুর অভিযোগে আদিলকে গত ৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ