• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অভিনেত্রী ফারিণ হানিমুনে

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ০৮:০৬ পিএম

অভিনেত্রী ফারিণ হানিমুনে

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

দীর্ঘ ৮ বছর প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বিয়ের আনুষ্ঠানিকতার পর স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে এখন তিনি হানিমুনে মালদ্বীপে আছেন। গত সোমবার ১১ আগস্ট বিয়ে হলেও বিয়ের কথা প্রকাশ্যে আনার পর ১৩ আগস্ট মালদ্বীপে গেছেন ফারিণ ।

সংবাদ মাধ্যম অনুযায়ী তাসনিয়া ফারিণের ভাষ্য, ‍‍`আমাদের হানিমুন হচ্ছে মালদ্বীপে। এখানে অনেকগুলো রিসোর্ট। প্রাইভেট একটি রিসোর্টে আছি।‍‍` ‍‍`আগেও একবার গিয়েছিলাম পরিবারের সঙ্গে। এবারের আসাটা একেবারে ভিন্ন। অন্যরকম আনন্দের,‍‍` বলেন ফারিণ।

তিনি আরও লিখেছেন, আমার কাজের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সবসময় আমাকে অনুপ্রাণিত করেছো এবং আমাকে সমর্থন জুগিয়েছো। আমাদের কিশোর প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেয়েছে। এটা এখনো অবাস্তব মনে হয় যে আমি এমন স্বামী পেয়েছি। আমার মনে হয় আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে। আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি এবং আমি তোমাকে আমার বাকি জীবন আগলে রাখব।

তাসনিয়া ফারিণ অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‍‍`লেডিজ অ্যান্ড জেন্টলম্যান‍‍`, ‍‍`কারাগার‍‍`। চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতার সিনেমা ‍‍`আরও এক পৃথিবী‍‍` দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু  হয়েছে তার। ২০১৭ সালে ‍‍`আমরা আবার ফিরবো‍‍` নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় ফারিণের। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ