• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ০২:২০ এএম

হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

দুই বাংলার  জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া হঠাৎ করেই হাসপাতালে ভর্তি। রোববার রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নুসরাত ফারিয়া চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে নায়িকা ক্যাপশন জুড়েছেন, ‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি।’

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সন্ধ্যায় রাজধানী বনানীর একটি হাসপাতালে বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়েছে নুসরাত ফারিয়ার।

ফারিয়ার মা জানিয়েছেন, ‘চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এই সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। সে পুরোপুরি সুস্থ আছে এখন।’

চিকিৎসকের বরাত দিয়ে ফারিয়ার পরিবার থেকে জানানো হয়েছে পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে। এরপর শুটিংয়ে ফিরবেন ফারিয়া

যৌথ প্রযোজনার পাশাপাশি টালিগঞ্জের একাধিক সিনেমায় কাজ করেছেন ঢালিউডের এই সুন্দরী অভিনেত্রী। সুড়ঙ্গ-তে আইটেম গার্ল হিসাবে দেখা মিলেছে তার। ওটিটির ‘পাতালঘর’ সিরিজে নুসরাতের অভিনয় নজর কেড়েছে। চলতি বছর টালিগঞ্জে ‘বিবাহ অভিযান ২’-তে দেখা মিলেছে নুসরাতের। এছাড়া রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজে ‘খেলা হবে… মেনকা’ আইটেম গানেও মাতিয়েছেন তিনি। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ