• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ছেলের জন্মদিনে যত টাকা খরচ করলেন অভিনেত্রী পরীমণি!

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০৬:৪০ পিএম

ছেলের জন্মদিনে যত টাকা খরচ করলেন অভিনেত্রী পরীমণি!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পদ্মর এক বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার (১০ আগস্ট)। আর তাই ছেলের প্রথম জন্মদিনে আয়োজনের কোনো কমতি রাখেননি এই নায়িকা। রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে রীতিমতো জমকালো আয়োজনে পদ্মর জন্মদিন উদযাপন করেছেন তিনি।

এ দিন রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন পরীমণি। পরিবারের পাশাপাশি শোবিজের তারকাদের নিয়ে ব্যাপক উচ্ছাসের মধ্য দিয়ে ছেলের প্রথম জন্মদিনের কেক কাটেন এই চিত্রনায়িকা।

আমন্ত্রিত অতিথিরা জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসা জানাতে ভোলেননি ছোট্ট পদ্মকে। তবে জন্মদিনের এই জমকালো আয়োজনে কত টাকা খরচ করেছেন পরীমণি? এ ব্যাপারে সম্প্রতি এক গণমাধ্যমে কথা বলেছেন তিনি।

পরী বলেন, বাবুর জন্মদিনের এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। তবে এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এতো কষ্ট নিতে হতো না আমাকে।

চিত্রনায়িকা আরও বলেন, পদ্মর প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে বাবুর জন্মদিন পালন করেছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। তবে প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু সেটা পরিকল্পনা অনুযায়ী পরিপূর্ণভাবে আর হলো না।

এ দিকে সন্তানের প্রথম জন্মদিনের এই পুরো আয়োজনের প্রস্তুতিতে পরীমণিকে একাই দেখা গেছে। এ সময় পরী ও পদ্মর পাশে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট রাজ-পরী দম্পতির ঘর আলো জন্ম নেয় পুত্রসন্তান শাহীম মুহাম্মদ পদ্ম। কিন্তু দাম্পত্য কলহের জেরে বর্তমানে আলাদা থাকছেন তারা। তবে ছেলে পদ্ম মায়ের সঙ্গেই থাকেন। বর্তমানে ছেলের সব দায়িত্ব একাই পালন করছেন মা পরী।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ