• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাতে রাজ এসেছিলেন বাসায়, দেখা করেননি-কথা বলেননি পরী

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০২:৩৯ এএম

রাতে রাজ এসেছিলেন বাসায়, দেখা করেননি-কথা বলেননি পরী

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমণির সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন বৃহস্পতিবার (১০ আগস্ট)। এদিন সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে জন্মদিনের অনুষ্ঠান।

সন্তানের জন্মদিনের এই পুরো আয়োজনের প্রস্তুতিতে পরীমণিকে একাই দেখা গেছে। তাই রাজ্যের জন্মদিনে বাবা রাজ উপস্থিত হচ্ছেন কি না, তা নিয়ে তাদের ভক্ত-দর্শকের মধ্যেও বেশ কৌতূহল আছে।

রাজের ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছে, বুধবার রাতে পরীমণির বাসায় গিয়েছিলেন রাজ। সন্তানের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এসেছেন। আজ সন্ধ্যায় রাজ্যের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হওয়ার কথা আছের তার।

এ ব্যাপারে পরীমণি সঙ্গে যোগাযোগ করা বৃহস্পতিবার দুপুরে এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘গত রাতে এসেছিল। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। এতটুকুই।’

আপনার সঙ্গে কোনো কথা হয়নি? জানতে চাইলে তিনি বলেন, ‘কেন কথা হবে? আমার সঙ্গে তার কিসের কথা? তার সঙ্গে তো আমার সম্পর্কই নাই, সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম।’

পরীমণি আরও বলেন, ‘বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ, তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।’

রাজ্যের জন্মদিনের অনুষ্ঠানে তার বাবা রাজ অংশ নেবেন কি না জানতে চাইলে ব্যাপারে পরীমণি বলেন, ‘সেটি তার বিষয়। যদি সে আসে আমি কোনো কথা বলব না তার সঙ্গে। সে তার মতো আসবে, তার মতো চলে যাবে। তবে আমি চাই না সে আসুক।’

পরী জানান, অনেক দিন পর দেখাতে বাবাকে চিনতে পারছিলেন না রাজ্য। তিনি বলেন, ‘আমার সঙ্গে তো দেখা হয়নি। পরে আমি ভিডিওতে দেখলাম,  রাজ্যের সামনে দাঁড়িয়েছিল তার বাবা । রাজ্য অনেকক্ষণ চুপচাপ বাবার দিকে তাকিয়ে ছিল। অনেক দিন পর দেখা ছোট মানুষ হয়তো প্রথমে চিনতে পারিনি। কিছুক্ষণ পর রাজ্য তার বাবাকে দেখে হেসে দিয়েছে, কোলে উঠেছে।’

প্রসঙ্গত, গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ