• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডিভোর্স নিয়ে অভিনেত্রী মিমির পোস্ট, জল্পনা তুঙ্গে

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৭:৫৪ পিএম

ডিভোর্স নিয়ে অভিনেত্রী মিমির পোস্ট, জল্পনা তুঙ্গে

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রথম থেকেই অভিনয়ের দাপটে সবার নজর কাড়েন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তী। একের পর এক ছবি করে হিট লিস্টে নামও লিখিয়েছেন তিনি। বর্তমানে কাজ নিয়েই সব ব্যস্ততা তার। এর বাইরে যেটুকু সময় পান পরিবারকে সময় দেন।

মিমি

এদিকে তার সমসাময়িক নায়িকারা বিয়ে করে সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন। অথচ এ অভিনেত্রী নিজেকে এখনও হ্যাপিলি সিঙ্গেল রাখছেন। বিয়ে নিয়ে তার ভাবনা অনেকটাই নেতিবাচক। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন নিজের মনের কথা।এতে দেখা যাচ্ছে বিয়ের আগেই ডিভোর্সের ভাবনা মিমির মাথায় ঘুরপাক খাচ্ছে।  

অভিনেত্রীর ভাষ্যমতে, অর্ধেকের বেশি বিয়ে টেকে না। এখন প্রশ্ন হলো— সে কারণেই কি ছাদনাতলায় যেতে রাজি হচ্ছেন না মিমি? হ্যাঁ, এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে লেখা— ৫০ শতাংশ বিয়ে গড়ায় ডিভোর্সে।

Mimi Chakraborty: ব্যাকলেস ব্রালেট-শাড়িতে হট অবতারে মিমি! পিছনে ঘুরে  তাকাতেই সবার নজর গেল এদিকেই - bengali actress mimi chakraborty looks jaw  dropping in dual tone sequin saree - eisamay

ধারণা করা হচ্ছে, বিষয়টি মজার ছলেই লিখেছেন অভিনেত্রী। মাঝেমধ্যেই সমাজমাধ্যমে এ রকম মজাদার পোস্ট শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। দিন কয়েক আগে একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন মিমি। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁয় বসে জমিয়ে ডেজার্ট খাচ্ছেন নায়িকা।

ডায়েট ভুলে জিভে জল আনা লোভনীয় কেক-পেস্ট্রিতেই মন তার। ব্যাকগ্রাউন্ডে বাজছে ভাইরাল ভয়েস ওভার। তাতে শোনা গেল, এখনো আমার ছেলেমানুষী শেষ হচ্ছে না, আর আমার বন্ধুদের বাচ্চা হচ্ছে, বুঝতে পারছি না দুনিয়া দ্রুতগতিতে চলছে নাকি আমি ধীরগতিতে।

Mimi Chakraborty: সাদা পোশাকে চূড়ান্ত হট মিমি, সোশ্যাল মিডিয়ায় ঘুম  কাড়লেন নেটিজেনদের

খুব শিগগির বলিউডে জার্নি শুরু করছেন মিমি চক্রবর্তী। ‘পোস্ত’র হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ মুক্তি পাবে চলতি বছরেই।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ