• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গোপনে বিয়ে করেছেন রশ্মিকা মন্ধানা, নিজের মুখে জানালেন তার স্বামী কে

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৬:৪২ পিএম

গোপনে বিয়ে করেছেন রশ্মিকা মন্ধানা, নিজের মুখে জানালেন তার স্বামী কে

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে সুন্দরী নায়িকার মধ্যে রশ্মিকা মন্ধানার নাম উল্লেখযোগ্য। ইতিমধ্যে তিনি ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে উঠেছেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়েও কম জলগুলো হয়নি। ক্যারিয়ারের শুরুর দিকেই বাগদান পর্ব সেরে ফেলেছিলেন কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর অভিনেতা বিজয়ের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।

নায়িকা কার সঙ্গে প্রেম করছে? এই নিয়ে যখন ব্যস্ত সিনেমা প্রেমীরা, তখন প্রেমের কথা বাদ দিয়ে সোজাসুজি বিয়ের খবর পেলেন অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রশ্মিকা মন্ধানা এবং সেখানে তাকে নানান বিষয়ে নানান প্রশ্ন করা হলে, তিনি রাখঢাক না রেখেই সরাসরি নায়িকা বলেন, তার বিয়ে হয়ে গেছে।

এ কথা শুনে সেখানে সকলেই চমকে ওঠেন। শুধু এখানেই শেষ নয়, অভিনেত্রী জানিয়ে দেন তার পাত্রের নামও। তিনি বলেন নারুতো উজুমাকিকে বিয়ে গোপনে বিয়ে করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কে এই নারুতো উজুমাকি? আসলে উজুমাকি হলো একটি জাপানি কার্টুন চরিত্র। নেটফ্লিক্সে এখন এই জাপানি কার্টুন সিরিজটি চলছে।

ন্যাশনাল ক্রাশ-র এমন স্বীকারোক্তির পর কিছুক্ষণ পর হাসিতে ফেটে পড়েন সবাই। প্রসঙ্গত অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রশ্মিকা মন্ধানার প্রেমের জোরালো গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু তারা বারবারই একে অপরের ভালো বন্ধু বলেই দাবি করেছেন। তাদের সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য তারা দেয়নি।

Image

২০১৮ সালে মুক্তি পায় তেলেগু ছবি ‘গীত গোবিন্দম’ ওই সিনেমায় বিজয়ের সঙ্গে রশ্মিকার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এরপর আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা: দ্যা রাইজ’ সিনেমায় আলোড়ন সৃষ্টি করে ভক্তদের হৃদয়ে।রশ্মিকাকে পরবর্তীতে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’-এ দেখা যাবে। বর্তমানে অভিনেত্রী ‘পুষ্পা: দ্যা রুল’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ