• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ফতুল্লা থানায় নায়িকা অপু বিশ্বাস

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০৬:৫৫ পিএম

ফতুল্লা থানায় নায়িকা অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বর্তমানে বিভিন্ন কারণে আলোচনায় থাকছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল শনিবার রাতে হঠাৎ করেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হাজির হন তিনি। সেখানে আধাঘণ্টার মতো সময় অতিবাহিত করে বেরিয়ে আসেন এ নায়িকা।

জানা গেছে, শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তিনি নীরবে থানায় যান। বেশ কিছুক্ষণ সেখানে অতিবাহিত করে পরে ৯টার দিকে থানা ত্যাগ করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া। তিনি জানান, অপু বিশ্বাস এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করার জন্য। তাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই থানায় এসেছেন তিনি। সেখানে প্রায় ৩০ মিনিটের মতো থাকেন এ অভিনেত্রী।  

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ঢাকায় চাকরি করার সময় থেকেই অপু বিশ্বাসের সঙ্গে তার পরিচয়। তাদের দুজনের সম্পর্ক অনেকটা ভাই-বোনের মতো।

বর্তমানে শাকিব খানের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার প্রশ্নে অনেকটাই ইতিবাচক এ চিত্রনায়িকা। এ ব্যাপারে এখনো পর্যন্ত শাকিব মুখ না খুললেও অপু বিশ্বাস জানিয়েছেন, স্বামী-সন্তানসহ পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকতে চান তিনি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ