• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিচ্ছেদের জন্য দায়ী নবনীতার পরকীয়া! ‍‍`আমি দোষারোপ, দোষী নই…‍‍`, লিখলেন জীতু

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০২:৫৪ এএম

বিচ্ছেদের জন্য দায়ী নবনীতার পরকীয়া! ‍‍`আমি দোষারোপ, দোষী নই…‍‍`, লিখলেন জীতু

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার পর থেকেই তাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই। চার বছরের বিয়ে ভাঙতে চান নবনীতা। কারণ জীতুর সঙ্গে মতের অমিল। প্রথমে এই বিচ্ছেদের কথা সে অর্থে স্বীকার করতে চাননি জীতু।

জীতু কামাল ও নবনীতা দাসের বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার পর থেকেই তাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই। চার বছরের বিয়ে ভাঙতে চান নবনীতা। কারণ জীতুর সঙ্গে মতের অমিল। প্রথমে এই বিচ্ছেদের কথা সে অর্থে স্বীকার করতে চাননি জীতু। তবে বেশ কয়েকমাস ধরে তারা আলাদাও রয়েছেন। তিনমাস আগেই শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। কিন্তু এসবের মধ্যে উঠে আসছে নবনীতার অন্য এক সম্পর্কের কথা।

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/ 

আর্কাইভ