• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

যে কারণে কটাক্ষের শিকার অভিনেত্রী ঐশ্বরিয়া

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০৩:২৭ এএম

যে কারণে কটাক্ষের শিকার অভিনেত্রী ঐশ্বরিয়া

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

মুম্বাই বিমানবন্দরে শনিবার সকালে অভিষেক দম্পতিকে দেখা যায়। সঙ্গে ছিল তাদের মেয়ে। পাপারাজ্জিরা এয়ারপোর্টে তাদের ঘিরে ধরেন। কালো রঙের ঢিলেঢালা পোশাক, খোলা চুলে ধরা দেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভিডিও ভাইরাল হতেই চরম সমালোচনার মুখে পড়েন সাবেক এই অভিনেত্রী।

বলিউড তারকারা কেউ দামি ব্র্যান্ডেড পোশাকে নজর কাড়েন তো কেউ বা আবার লাখ টাকার ডিজাইনার অ্যাকসেসরিজে।

কিন্তু ঐশ্বরিয়ার সেসব বালাই নেই! পোশাক, সাজগোজের পরোয়া না করে শনিবার সকালে মুম্বাই বিমানবন্দরে ফটোশিকারিদের লেন্সের সামনে ধরা দিলেন তিনি।

আর সাবেক এই বিশ্বসুন্দরীর ড্রেসকোড নিয়েই এখন তুমুল চর্চা নেটপাড়ায়। দিন কয়েক আগেই গিয়েছিলেন ঘুরতে। এবার মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বাইতে ফিরলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া।

পাপারাজ্জিদের দেখেই করজোড়ে অভিবাদন জানালো বচ্চন পরিবারের ক্ষুদে সদস্য।

অমিতাভের নাতনির এমন মিষ্টি ব্যবহার নিয়ে যখন নেটপাড়া প্রশংসায় পঞ্চমুখ, তখন মা ঐশ্বরিয়ার সাজপোশাক নিয়ে একেবারে গেল গেল রব জুড়ে দিয়েছেন ‘নেটদুনিয়ার ফ্যাশনিস্টরা’।

এই বলিউড অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুললেন নিন্দুকেরা। কারো প্রশ্ন, আপনার কি ফ্যাশনবোধ একেবারেই চলে গিয়েছে।

কারো কটাক্ষ- এভাবে চুলকে হাইলাইট করায়? মনে পড়ছে না, শেষ কবে কেউ এভাবে চুল হাইলাইট করিয়েছে! কেউ বলছেন, সেই এক কালো রঙের ওভারসাইজড কোট পরে চলে এসেছেন! কারো মন্তব্য, কেন জানি না মনে হয়, ঐশ্বরিয়া বোধহয় মানসিকভাবে খুব কষ্টে আছেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ