• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নিজের মতো সন্তান চান না কাজল কন্যা

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৩:২২ এএম

নিজের মতো সন্তান চান না কাজল কন্যা

বিনোদন ডেস্ক

বলিউড তারকা জুটি অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসা দেবগন। শোবিজে পা না রাখলেও তার বিভিন্ন কর্মকাণ্ডে প্রায়ই সংবাদের শিরোনামে ওঠে আসেন এই তারকা কন্যা। বাবা অজয় এবং মা কাজল মেয়ের অবাধ স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেন না। বরং মেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন সব সময়।

সম্প্রতি মেয়ে নাইসাকে নিয়ে চমকপ্রদ এক তথ্য ফাঁস করলেন কাজল। জানালেন, নিজের ওপর নিজেই বিরক্ত নাইসা। নিজের সিরিজের প্রমোশনে এসে কথা প্রসঙ্গে জানালেন এমন কথা।

কাজল বলেন, ‘আমার মেয়ে তো সাফ জানিয়ে দিয়েছে যে ওর মতো মেয়ে সন্তান হিসেবে ও চায় না।’ কিন্তু কেন? নিজের কাণ্ডে নিজেই লজ্জিত নাইসা। এমন মেয়ে সামলাতে পারবেন না তিনি? অভিনেত্রী বলেন, ‘আমি আমার মেয়েকে বললাম, আমি চাই তোমার সন্তান তোমার মতোই হোক সেদিন বুঝবে। ও সোজা না বলে দিল। বলল, না না! আমার তো ছেলে চাই। আমি আমার মতো একজনকে সহ্য করতে পারব না, সামলানো তো অনেক দূর।’

সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া শেষ করে বর্তমানে সুইজারল্যান্ডে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন নাইসা। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বেদান্ত মহাজন নামক এক যুবকের সঙ্গে সম্পর্কে রয়েছেন নাইসা। তার সঙ্গে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে এই তারকা কন্যাকে। নিজেদের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করতে দেখা গেছে নাইসাকে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।

জানা গেছে, বেদান্ত মহাজন একটি ইভেন্ট কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। ২৫ বছর বয়সী বেদান্ত ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স করছেন। বাবা-মায়ের মতো চলচ্চিত্রে নাম লেখাতে পারেন নাইসা দেবগনও।

 

বিএস/

আর্কাইভ