• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

অবশেষে ফিরলেন বিপ্লব

প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ০৫:৪৬ পিএম

অবশেষে ফিরলেন বিপ্লব

বিনোদন ডেস্ক

দীর্ঘদিনের বিরতি কাটিয়ে অবশেষে গান নিয়ে ফিরেছেন সঙ্গীতশিল্পী বিপ্লব।পাখিশিরোনামের গানটি প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেল বিপ্লব প্রোতে। গানটি লিখেছেন রাজু চৌধুরী বিপ্লব। এর সুর সঙ্গীতায়োজন করেছেন বিপ্লব নিজেই।

বিপ্লব অনেক দিনে ধরেই দেশের বাইরে আছেন। তাই সঙ্গীত থেকেও নিজেকে দূরে রেখেছেন তিনি। তবে দীর্ঘ বিরতি ভেঙে গানে ফেরা নিয়ে বলেন, “প্রবাসে থেকেও শ্রোতাদের কথা ভুলে থাকতে পারি না। যখনই সময় পাই নতুন গানের আয়োজন করার চেষ্টা করি। সেই চেষ্টা থেকেইপাখিগানটি। এটি রক ধাঁচের গান হলেও এতে মেলোডির ছোঁয়া আছে, যা অনেকের ভালো লাগবে বলেই আশা করি।’’

দিকে গানটি মিউজিক ভিডিও আকারে বের হওয়ার কথা থাকলেও গানটি আপাতত ইউটিউবে ছবি দিয়ে মুক্তি দেয়া হবে। বিষয়ে বিপ্লব আরো বলেন, ‘গানটি ভিডিও আকারে রিলিজ করার পরিকল্পনা ছিল। কিন্তু ভিডিও করতে অনেক দেরি হচ্ছে। মানুষ বারবার গানটি প্রসঙ্গে জানতে চাইছেন। তাই অডিও ছবি দিয়ে এটি অবমুক্ত হলো।

প্রবাস জীবনে চলে যাওয়া এই শিল্পী শ্রোতাদের কাছে যেন এক নস্টালজিয়া! এক সময় বাংলা গানের দুনিয়া মাতানো এই শিল্পী ধরতে গেলে গান ছেড়েই দিয়েছিলেন। শূন্য দশকের জনপ্রিয় ব্যান্ড প্রমিথিউসের অন্যতম সদস্য বিপ্লব বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের অধিবাসী। সেখানেই থিতু হয়েছেন সপরিবারে।

বিপ্লবের বড় ছেলে আদিব কুইন্সের একটি স্কুলে টেন গ্রেডে পড়ে। মেয়ে তটিনী পড়ে নাইন গ্রেডে আর ছোট ছেলে অ্যারন পড়ে কিন্ডারগার্টেনে। জীবিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়া বিপ্লব বর্তমানে চেষ্টা করছেন গানে নিয়মিত হওয়ার।

ডব্লিউএস/এম. জামান

আর্কাইভ