• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এই বাঙালি নায়িকার সাথে গোবিন্দাকে হোটেল রুমে হাতেনাতে ধরেছিলেন তার স্ত্রী

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০২:১৬ এএম

এই বাঙালি নায়িকার সাথে গোবিন্দাকে হোটেল রুমে হাতেনাতে ধরেছিলেন তার স্ত্রী

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বলিউড তারকাদের বিবাহ বহির্ভূত সম্পর্কের নিদর্শন ভুরি ভুরি রয়েছে। ৯০ এর দশকের বলিউডের  এমনই এক স্টার হলেন গোবিন্দা। বহু সুপারহিট ছবি রয়েছে তার নামে। তবে নায়িকাদের সঙ্গে কাজ করা কালীনই অনেক সময় তাদের প্রেমেও পড়েছেন তিনি। বিবাহিত হওয়া সত্বেও এমনই এক বাঙালি নায়িকার প্রেমে পড়ার জন্য ভাঙতে বসেছিল তার সংসার।

গোবিন্দা যখন পুরোদমে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন তখন একরকম মায়ের আদেশেই নিজের খানিকটা অমতে বিয়ে করতে হয় সুনিতা আহুজা-কে। বিয়ের পরেও বহুদিন তিনি তার স্ত্রীর পরিচয় লুকিয়ে রেখেছিলেন। তাদের সন্তানও হয়। পরে সব জানাজানি হয়।

স্ত্রী এবং সন্তানকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল। তবে গোবিন্দার জীবনের তাল কাটলেন রানী মুখার্জী। ‘হদ করদি আপনে’ ছবিতে একসঙ্গে অভিনয় করা কালীনই তারা পরস্পরের কাছাকাছি আসেন। রানী নাকি গোবিন্দার হাসির প্রেমে পড়ে যান। আর গোবিন্দাও রানীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছিলেন।

রানী তখন বলিউডের নতুন। আর গোবিন্দা ছিলেন সুপারস্টার। তাই তাদের খবর চাপা থাকেনি। গোবিন্দাকে প্রায়শই রানীর বাড়িতে দেখা যেত। এই খবর প্রকাশ পেতেই বলিউডে একপ্রকার হইচই বেধে যায়। জানা যায়,  সুনীতা নাকি রানী এবং গোবিন্দাকে একসঙ্গে একটি হোটেল রুমে হাতেনাতে ধরে ফেলেন।

স্বামীর এমন কীর্তি দেখে তার মাথা একদমই ঠিক ছিল না। তিনি তখনই গোবিন্দাকে তার এবং রানীর মধ্যে একজনকে বেছে নিতে বলেন। এদিকে এই ঘটনার পর গোবিন্দা স্ত্রীকে ছেড়ে রানীকে বেছে নিতে পারেননি। তাই তিনি রানীর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করেন। শুধু তাই নয়, এই ঘটনার পর রানী এবং গোবিন্দা কখনও একসঙ্গে কাজ করেননি।

আর কখনও এই বিষয় নিয়ে তারা দুজনে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে গোবিন্দার পর ফের একবার রানী বিবাহিত আদিত্য চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়ান। আদিত্য তখনও তার প্রথম স্ত্রী পায়েল কে ছাড়তে রাজি ছিলেন না। এই সম্পর্কের বিপক্ষে ছিলেন তার বাবা-মা। কিন্তু রানীকে বিয়ে করার জন্য মোটা টাকা দিয়ে স্ত্রীর থেকে ডিভোর্স নেন আদিত্য। যদিও তারা বর্তমানে এক কন্যা সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন।

 

জেকেএস/

আর্কাইভ