• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রথম ছবিতে ২১ বার চুম্বন, বিয়ে ১ বছরও টেকেনি, কোথায় হারিয়ে গেলেন মল্লিকা শেরাওয়াত

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০৩:০৮ এএম

প্রথম ছবিতে ২১ বার চুম্বন, বিয়ে ১ বছরও টেকেনি, কোথায় হারিয়ে গেলেন মল্লিকা শেরাওয়াত

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

মনে আছে ‘ভিগে হোট তেরে’ এর মল্লিকা শেরওয়াতের কথা, যিনি বলিউডের সাহসী এবং গ্লামার্স অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। মল্লিকা তার চেহারার পাশাপাশি স্পষ্টভাষী কথার জন্য পরিচিত। তিনি প্রথম ছবিতেই জনপ্রিয় হয়ে ওঠেন, কিন্তু হঠাৎ করেই আবার ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান।

খুব কম মানুষই জানেন, তার আসল নাম রীমা লাম্বা। বলিউডে আসার আগেই বিয়ে করেছিলেন মল্লিকা। কিন্তু সেই বিয়ে এক বছরও টেকেনি। মল্লিকা শেরওয়াত ২০০৩ সালে ‘খোয়াওহিশ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। আর প্রথম ছবিতেই ২১ বার চুম্বন দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন।

Image

২০০৪ সালে পরিচালক অনুরাগ বসুর ‘মার্ডার’ ছবিতে ইমরান হাসমির বিপরীতে কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। মল্লিকার ব্যক্তিগত জীবনের কথা বললে, তিনি প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই বিয়ে ভেঙে যায়।

Image

মল্লিকা পড়াশোনা শেষ করার পর একজন এয়ার হোস্টেস হিসেবে কাজ করছিলেন এবং তারপর পাইলট করণ সিং গিলের সাথে বন্ধুত্ব এবং পরে সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন। কিন্তু সম্পর্কের ভাঙ্গন নিয়ে মল্লিকা কখনো মুখ খোলেননি এবং নিজেকে সবসময় অবিবাহিত বলেছেন।

মল্লিকার জন্ম হরিয়ানার বিখ্যাত সমাজকর্মী এবং স্বাধীনতা সংগ্রামী শেঠ ছাজ্জু রামের পরিবারে। মল্লিকার বাবা মুকেশ লাম্বা একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, আমি তাকে আইএএস করতে চেয়েছিলাম। আমি কখনো চাইনি সে অভিনয় করুক এবং রাগান্বিত হয়ে আমি তাকে বলেছিলাম আমার দেওয়া নাম ও পদবী বাদ দিতে।

Image

বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন মল্লিকা। জ্যাকি চ্যানের সাথেও একটি ছবিতে তাকে দেখা গেছে। তিনি ‘কিস কিস কি কিসমত’, ‘মার্ডার’, ‘পেয়ার কে সাইড এফেক্টস’, ‘শাদি সে পেহেলে’, ‘ওয়েলকাম’, ‘হিসস’, ‘ডবল ধামাল’, ‘বিন বুলায়ে বারাতি’-সহ অনেক ছবিতে কাজ করেছেন।

 

জেকেএস/

আর্কাইভ