• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কবে মা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী, জানালেন নিজেই

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০৬:২৫ পিএম

কবে মা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী, জানালেন নিজেই

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন শুভশ্রী।

এর আগে এ বছরের ২৭ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে খবরটি জানান এই অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায়ই ‘ড্যান্স বাংলা ড্যান্স’র বিচারক হিসেবে কাজ করছেন নির্মাতা রাজ ঘরণী।

বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শুভশ্রী গাঙ্গুলি বলেন, আমি একদম সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শ মতো কাজও করছি।

সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ জানিয়ে এ অভিনেত্রী বলেন, আমার প্রসবের তারিখ ডিসেম্বরে।

প্রসঙ্গত, নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এরপর ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা।

২০২০ সালের ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রী দম্পতির ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। বর্তমানে তার বয়স এখন ২ বছর ৯ মাস।

 

জেকেএস/

আর্কাইভ