• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এবার শাকিব-অপুর ভিডিও ফাঁস, ভাইরাল

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০৭:৪৬ পিএম

এবার শাকিব-অপুর ভিডিও ফাঁস, ভাইরাল

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন তার ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয়মতার প্রচারে। আর তার পিছু পিছু যুক্তরাষ্ট্রের গেছেন সময়ের জনপ্রিয় চিত্র নায়িকা পূজা চেরি। আর তার পরপর সন্তানকে বুকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন সাকিবের প্রথম স্ত্রী এবং সন্তানের মা চিত্র নায়িকা অপু বিশ্বাস। এরপর থেকে বাতাসে ছড়াতে থাকে নানান রকম গুঞ্জন...

শাকিব খান ও অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেলেও সেখানে গিয়ে এক হয়েছেন তারা। এ খবর আগেই এসেছে। তারপরই ফাঁস হলো শাকিব-অপুর ভিডিও।

ওই ভিডিওতে দেখা গেছে, সন্তান জয়কে নিয়ে একসঙ্গে শাকিব-অপু। ছেলের হাত ধরে গাড়ির দিকে যাচ্ছেন শাকিব। বেশ নির্ভার ভঙ্গিতে প্রাক্তন স্বামী ও পুত্রকে অনুসরণ করছেন অপু। এরপর দেখা যায় শাকিব ছেলেকে নিয়ে গাড়িতে ঢুকলে অপুও প্রবেশ করেন গাড়ির ভেতর।

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই হয়েছে ভাইরাল। প্রাক্তন স্বামীর সঙ্গে অপুকে দেখে নানারকম মন্তব্য করছেন নেটজেনরা। কেউ শুভকামনা জানাচ্ছেন আবার কেউবা মেতে উঠেছেন সমালোচনায়।

জানা গেছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রে পৌঁছান অপু। সেদিন রাতে এবং গতকাল শাকিব খান ও অপু বিশ্বাস এবং তাদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে। ফাঁস হওয়া ভিডিওটি ওই সময়ের।

যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঈদের ছবি ‘প্রিয়তমা’। সে কারণে কয়েকদিন আগে দেশটিতে গেছেন শাকিব। অন্যদিকে অপু যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে চেপে বসেন গতকাল বুধবার। জানা গেছে, মার্কিন মুলুকে কয়েকটি স্টেজ শোতে অপুর অংশ নেওয়ার কথা রয়েছে।

শাকিব খান ও অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেছেন তারা। এ খবর পুরোনো। নতুন খবর হলো যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন শাকিব-অপু। অনেকদিন ধরে গুঞ্জন চলছে, ফের এক হতে চলেছেন শাকিব-অপু। এতে যারা কান দেননি তারাও এ খবর শুনে নড়েচড়ে বসেছেন। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে শাকিব-অপুকে। এ সময় সঙ্গে ছিল তাদের সন্তান জয়। শাকিবকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। গাড়ি চালাচ্ছিলেন তিনি। তার পাশেই বসে ছিলেন প্রাক্তন স্ত্রী অপু। জয় ছিল পেছনের সিটে।

জানা গেছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রে পৌঁছান অপু। সেদিন রাতে এবং গতকাল শাকিব খান ও অপু বিশ্বাস এবং তাদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে। ঘোরার সময় যে গাড়িতে তারা ছিলেন শাকিব নিজেই সেই গাড়ি চালাচ্ছিলেন।

যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঈদের ছবি ‘প্রিয়তমা’। সে কারণে কয়েকদিন আগে দেশটিতে গেছেন শাকিব। অন্যদিকে অপু যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে চেপে বসেন গতকাল বুধবার। জানা গেছে, মার্কিন মুলুকে কয়েকটি স্টেজ শোতে অপুর অংশ নেওয়ার কথা রয়েছে।

 

জেকেএস/

আর্কাইভ