• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নায়িকা হয়ে ওঠার পেছনের গল্প জানালেন পূর্ণিমা

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩, ০৩:১৪ এএম

নায়িকা হয়ে ওঠার পেছনের গল্প জানালেন পূর্ণিমা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

দিলারা হানিফ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের মতোই সৌন্দর্য নিয়ে ঢাকাই চলচ্চিত্রকে করেছেন আলোকিত। দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা।

তবে দীর্ঘসময় ধরে অনুপস্থিত ক্যামেরায়। কিছুদিন আগেই চলচ্চিত্র ক্যারিয়ারের ২৫ বছর পার করেছেন এই নায়িকা।

মঙ্গলবার (১১ জুলাই) ছিল তার জন্মদিন। জন্মদিনে কোনো পরিকল্পনাই রাখেননি তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভেসে গেছেন তিনি। দীর্ঘ দিনের সহকর্মীরা এ শুভেচ্ছা বার্তা জানান।

এ দিন নায়িকা গণমাধ্যমে জানান তার ক্যামেরার পেছনের গল্প। ক্যারিয়ারের উত্থান-পতন সম্পর্কে বলেন, মনে হলো কিছুদিন আগেই কাজ শুরু করলাম। অথচ দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেল। এ সময়ে অনেক উত্থান-পতন দেখেছি। হয়তো আমারও অনেক কিছু করার ছিল, তা করা হয়নি।

পূর্ণিমা বলেন, এই ক্যারিয়ারে অনেক পাওয়ার গল্প রয়েছে, তেমনি না পাওয়ার গল্পও আছে। দীর্ঘ সময়ে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি। এক জীবনে এটাই আমি বড় অর্জন হিসেবে দেখি।

দীর্ঘ দিনের এই ক্যারিয়ারে আক্ষেপ না থাকলেও অতৃপ্তি রয়েছে বলেও জানান এই নায়িকা। এ ব্যাপারে তিনি বলেন, আমাকে নিয়ে আরও ভালো ভালো সিনেমা হতে পারতো; কিন্তু তা হয়নি। তবে যা করেছি বা পেয়েছি, সেটাও কম কিসে।

এছাড়া জীবনের বিশেষ দিনটিতে মা-বাবার প্রতি সবচেয়ে বেশি অবদান রয়েছে বলে জানান পূর্ণিমা। তিনি বলেন, মায়ের আগ্রহ, সমর্থন, ভালোবাসা ও পরিশ্রম আমাকে আজকের পূর্ণিমা হতে অনেক সহায়তা করেছে। মা সবসময় চেয়েছেন তার মেয়ে প্রতিষ্ঠিত হোক। সে পথেই চেষ্টা করেছেন বলেও জানান এই নায়িকা।

 

আর্কাইভ