• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পর্দায় কখনোই নগ্ন হতে চাই না: নার্গিস

প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০৭:১৭ পিএম

পর্দায় কখনোই নগ্ন হতে চাই না: নার্গিস

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

নার্গিস বলেন, ‘আমি মনে করি সিনেমা আমাকে অনেক পিছিয়ে রেখেছে। অনেক চরিত্রেই আমায় মানাতে পারে। আমি সেই সমস্ত চরিত্রে কাজ করতে চাই। তবে আমি কোনো প্রকল্পের জন্য কখনোই নগ্ন হব না। আমার নগ্নতা নিয়ে সমস্যা আছে।’

ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। সৌজন্যে নতুন ওয়েব সিরিজ ‘টাটলুবাজ’। এই মাধ্যমে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন নার্গিস। তবে সাফ জানিয়েছেন, বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরতে চাইলেও কোনো কিছুর জন্যই নগ্ন হতে তিনি রাজি নন। তার কথায়, বহু মানুষই ওটিটি মাধ্যমে চোখ রাখতে এখনও অস্বস্তিতে ভোগেন।

হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে নার্গিস বলেন, ‘আমি মনে করি সিনেমা আমাকে অনেক পিছিয়ে রেখেছে। অনেক চরিত্রেই আমায় মানাতে পারে। আমি সেই সমস্ত চরিত্রে কাজ করতে চাই। তবে আমি কোনো প্রকল্পের জন্য কখনোই নগ্ন হব না। আমার নগ্নতা নিয়ে সমস্যা আছে। তবে আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে হলে আপত্তি করব না। সমকামীর চরিত্রে, কিংবা কোনো মহিলার সঙ্গে বিবাহিত মহিলা হিসাবে দেখানো হলেও আমার সমস্যা নেই। অভিনেত্রী হিসাবে যেকোনো চরিত্রে মানিয়ে নেয়াই আমার কাজ।’

তবে বহু মানুষই ওটিটিতে চোখ রাখতে এখনও অস্বস্তি বোধ করেন, সে প্রসঙ্গে নার্গিস ফাকরি বলেন, ‘দর্শক কী দেখবেন, আর কী দেখবেন না, সেটা বেছে নেয়ার অধিকার তাদের রয়েছে। তবে ওটিটিতে অনেক বিষয় রয়েছে, কারোর কোনো কিছু পছন্দ না হলে তিনি অন্যকিছু দেখতে পারেন। এটাই তো ওটিটি প্ল্যাটফর্মের সৌন্দর্য। এখানে অনেক বিকল্প আছে।’

‘রকস্টার’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন নার্গিস ফাকরি।

 

জেকেএস/

আর্কাইভ