• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সঙ্গীকে আদর করুন রণবীর সিংয়ের মতো! বেডরুম সিক্রেট ফাঁস করলেন নায়ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৩, ০৬:২৩ পিএম

সঙ্গীকে আদর করুন রণবীর সিংয়ের মতো! বেডরুম সিক্রেট ফাঁস করলেন নায়ক

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

সে’ক্স ব্যাপারটা দারুণ প্রিয় রণবীর সিংয়ের কাছে। আর সেটা প্রকাশ্য়ে জানাতে কখনই লজ্জা পাননি রণবীর। বরং খুল্লমখুল্লা যৌ’নতা নিয়ে আলোচনা করেন তিনি। সোজা জানান, সে’ক্সে তাঁর কী কী পছন্দ। একবার তো কফি উইথ করণে এসে রণবীর স্পষ্ট জানিয়ে ছিলেন, সে’ক্স করার সময় কোন গান চলবে, তাও আগে থেকে ঠিক করে রাখেন রণবীর! আর এবার ফাঁস হল, রণবীরের ফুরফুরে যৌ’নতার রেসিপি। নিজেকে অলটাইম যৌন উচ্ছ্বল রাখার জন্য জানেন কী কী করেন দীপিকার স্বামী রণবীর?

এক সাক্ষাৎকারে রণবীর স্পষ্ট করেছিলেন তাঁর যৌ’নতার টিপস।

১) রণবীরের মতে, যৌ’নতায় পারফেক্ট হতে অবশ্যই ফিটনেস থাকা জরুরী। নিয়মত জিম করলে শরীর ও মন চাঙ্গা থাকবে। ফলে যৌ’নতাও হবে দুরন্ত।

২) আট ঘণ্টার ঘুম অবশ্যই দরকার। আর সঙ্গমের আগে ঠিক করে ঘুমিয়ে নিন। দেখবেন এতে সে’ক্স দুরন্ত হয়ে উঠবে।

৩) রণবীর ব্রেকফার্স্টে খান শিলাজিৎ ও অশ্বগন্ধার বড়ি। যৌ’ন জীবনে জোয়ার আনতে এর উপকারিতা কিন্তু প্রচুর। এমনকী, নিজের বয়সকে ধরে রাখতে শিলাজিৎ ও অশ্বগন্ধার বড়ির কোনও বিকল্প নেই।

৪) রোজ দুবেলা দুধ খান রণবীর। যৌ’নতা বাড়াতে নাকি দুধ দারুণ কাজ করে।

৫) শরীর সবসময় পরিষ্কার রাখুন। এতে যৌ’ন আকর্ষণ বাড়বে এবং যৌ’নতার ইচ্ছাও বাড়বে। রণবীরের মতে, হস্তমৈথুন একটু কম করুন। এতে সঙ্গমে দৃঢ়তা থাকবে।

 

জেকেএস/

আর্কাইভ